বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 14-08-2021 / gk in bengali / Part 4
Type Here to Get Search Results !

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengali / সাধারণ জ্ঞান / 14-08-2021 / gk in bengali / Part 4

বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 4



প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার পান কত সালে? -

(ক) ১৯১১ সালে

(খ) ১৯১২ সালে

(গ) ১৯১৩ সালে

(ঘ) ১৯১৪ সালে

উত্তরঃ (গ) ১৯১৩ সালে


 প্রশ্নঃ উদীয়মান শিল্প কাকে বলা হয়? -

(ক) কাগজ শিল্প

(খ) তাঁত শিল্প

(গ) পেট্রোরসায়ন শিল্প

(ঘ) মোটর শিল্প

উত্তরঃ (গ) পেট্রোরসায়ন শিল্প


 প্রশ্নঃ ভারতের রকেট ম্যান কাকে বলা হয়? -

(ক) বিক্রম সারাভাই

(খ) হোমি জাহাঙ্গীর ভাবা

(গ) কে সিব্বন

(ঘ) আব্দুল কালাম

উত্তরঃ (গ) কে সিব্বন


 প্রশ্নঃ পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি? -

(ক) মিরিক

(খ) জলপাইগুড়ি

(গ) আসানসোল

(ঘ) ময়ূরেশ্বর

উত্তরঃ (গ) আসানসোল


 প্রশ্নঃ গামা রশ্মি কে অবিষ্কার করেন? -

(ক) পল ভিলার্ড

(খ) থমসন আলর্বাট

(গ) রবার্ট হেনরি

(ঘ) রন্টজেন

উত্তরঃ (ক) পল ভিলার্ড


 প্রশ্নঃ গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য ব্যবহৃত হয় -

(ক) অসমতল লেন্স

(খ) সমতল লেন্স

(গ) অবতল লেন্স

(ঘ) উত্তল লেন্স

উত্তরঃ (ঘ) উত্তল লেন্স


 প্রশ্নঃ কোনো পদার্থের ক্ষুদ্রতম একক -

(ক) অণু

(খ) ইলেকট্রন

(গ) প্রোটন

(ঘ) সেলো

উত্তরঃ (ক) অণু


 প্রশ্নঃ ভারতীয় শল্য চিকিৎসার জনক কাকে বলা হয়? -

(ক) হুগো

(খ) সুশ্রুত

(গ) আর্যভট্ট

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) সুশ্রুত


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close