বাংলা জেনারেল কুইজ / General Knowledge in Bengal / Part 2
প্রশ্নঃ ILO - এর সদর দপ্তর কোথায় অবস্থিত? -
(ক) ঢাকায়
(খ) নেপালে
(গ) দিল্লিতে
(ঘ) জেনেভায়
উত্তরঃ (ঘ) জেনেভায়
প্রশ্নঃ বাল গঙ্গাধর তিলককে "ভারতের হীরে" বলে সম্বোধন করেছিলেন কে? -
(ক) রানাডে
(খ) বিপিন চন্দ্র পাল
(গ) নেতাজী সুভাষচন্দ্র বসু
(ঘ) গোপাল কৃষ্ণ গোখলে
উত্তরঃ (ঘ) গোপাল কৃষ্ণ গোখলে
প্রশ্নঃ নীচের কোন্টি অচিরাচরিত শক্তি নয়? -
(ক) খনিজ তেল থেকে প্রাপ্ত শক্তি
(খ) সমুদ্রের ঢেউ থেকে প্রাপ্ত শক্তি
(গ) ভূগর্ভের তাপশক্তি
(ঘ) বায়ু গ্যাস থেকে উৎপন্ন শক্তি
উত্তরঃ (ক) খনিজ তেল থেকে প্রাপ্ত শক্তি
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হলেন -
(ক) কিরণ বেদী
(খ) নার্গিস দত্ত
(গ) কল্পনা চাওলা
(ঘ) দূর্বা ব্যানার্জি
উত্তরঃ (ক) কিরণ বেদী
প্রশ্নঃ ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? -
(ক) রাম রতন লাহেরি
(খ) রামমোহন রায়
(গ) ডিরোজিও
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ (খ) রামমোহন রায়
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ