Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্নঃ কোপেনহেগেন কোন দেশের রাজধানী?
(ক)সাইপ্রাস
(খ)ডেনমার্ক
(গ)কিউবা
(ঘ)ঘানা
উটরঃ (খ)ডেনমার্ক
প্রশ্নঃ সংবিধান পরিষদের উপদেষ্টা হিসেবে কে কার্যনির্বাহ করেন
(ক) জহরলাল নেহেরু
(খ)মহাত্মা গান্ধী
(গ)ডঃ বি আর আম্বেদকর
(ঘ)বি এন রাও
উত্তরঃ(ঘ)বি এন রাও
প্রশ্নঃ বুলবিলের দ্বারা জনন ঘটে নিম্নের কোন উদ্ভিদে-
(ক) পাথরকুচি
(খ)ইস্ট
(গ)স্পাইরোগাইরা
(ঘ)চুপড়ি আলু
উত্তরঃ(ঘ)চুপড়ি আলু
প্রশ্নঃ তামাশা কোন রাজ্যের লোকনৃত্য?
(ক) পাঞ্জাব
(খ)গুজরাট
(গ)মহারাষ্ট্র
(ঘ)তামিলনাড়ু
উত্তরঃ(গ)মহারাষ্ট্র
প্রশ্নঃ ঝুলন্ত বাগান দেখা যায়-
(ক) গুজরাট
(খ) জম্মু-কাশ্মীর
(গ) রাজস্থান
(ঘ)মুম্বাই
উত্তরঃ (ঘ)মুম্বাই
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ