অন্তর্জাতিক বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থানের নাম, কার্যালয় অফিস, কার্যানির্বাহী প্রধান, প্রতিষ্ঠা সাল ও প্রধান কাজ
Type Here to Get Search Results !

অন্তর্জাতিক বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থানের নাম, কার্যালয় অফিস, কার্যানির্বাহী প্রধান, প্রতিষ্ঠা সাল ও প্রধান কাজ

 অন্তর্জাতিক বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থানের নাম, কার্যালয় অফিস, কার্যানির্বাহী প্রধান, প্রতিষ্ঠা সাল ও প্রধান কাজ



আন্তর্জাতিক সংস্থা

প্রধান কার্যালয়

কার্যানির্বাহী প্রধান

প্রতিষ্ঠা সাল

প্রধান কার্য

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন

বেঙ্গালুরু

ডঃ কে সিবান

১৯৬৯

মঙ্গল অভিযান পরিচালনা করা, মঙ্গলযানের নকশা তৈরি করা ও রক্ষণাবেক্ষণ করা।

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অর্গানাইজেশন

ওয়াশিংটন ডিসি, আমেরিকা

অ্যামিনিস্ট্রেটর জিম ব্রিন্ডেনস্টাইন

১৯৫৮

মহাকাশ গবেষনা ও অসামরিক মহাকাশ যাত্রা সংক্রান্ত কর্মসূচি গ্রহণ।

চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন

বেজিং, চীন

অ্যাডমিনিস্ট্রেটর ঝ্যাং কেজিয়াং

১৯৯৩

জাতীয় মহাকাশ কর্মসূচি ও মহাকাশ গবেষণা সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ।

রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি

মস্কো, রাশিয়া

দিমিত্রি রোগোজিন সান্দ্রেভিচ পোপোভকিন

১৯৯২

রাশিয়ার মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত যাবতীয় গবেষণা পরিচালনা করা।

জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি

টোকিও, জাপান

হিরোশি ইয়ামাকাওয়া

২০০৩

মহাকাশ গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন ও উপগ্রহ উৎক্ষেপণে ভূমিকা গ্রহণ।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি

প্যারিস, ফ্রান্স

জেহান দিয়েট্রিচ ওর্নার

১৯৭৫

ইউরোপিয়ান দেশগুলির মহাকাশ গবেষণায় উন্নত প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগে সাহায্য করা।

ফ্রেন্স স্পেস এজেন্সি

প্যারিস, ফ্রান্স

জিন ইভেস লে গল

১৯৬১

ইউরোপীয় মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত যাবতীয় গবেষণা পরিচালনা করে।

জার্মান এরোস্পেস সেন্টার

কোলোন, জার্মান

আস্কে বোজার প্যাজালো

১৯৬৯

মহাকাশ গবেষণা ও উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত।

ইউনাইটেড কিংডম স্পেস এজেন্সি

সুইনওন

চিফ এক্সিকিউটিভ গ্রাহাম টার্নক

২০১০

যুক্ত্রাষ্ট্রের মহাকাশ গবেষণা ও মহাকাশ যাত্রা সংক্রান্ত সমস্ত কর্মসূচির তত্বাবধান করা।

ইটালিয়ান স্পেস এজেন্সি

রোম, ইটালি

জর্জিয়া স্যাকোসিয়া

১৯৮৮

মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত গবেষণার পরিকল্পনা গ্রহণ, মহাকাশ গবেষণায় দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে প্রযুক্তিগত পরিবর্তন আনা।

 


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close