অন্তর্জাতিক বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থানের নাম, কার্যালয় অফিস, কার্যানির্বাহী প্রধান, প্রতিষ্ঠা সাল ও প্রধান কাজ
আন্তর্জাতিক সংস্থা |
প্রধান কার্যালয় |
কার্যানির্বাহী প্রধান |
প্রতিষ্ঠা সাল |
প্রধান কার্য |
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন |
বেঙ্গালুরু |
ডঃ কে সিবান |
১৯৬৯ |
মঙ্গল অভিযান পরিচালনা করা, মঙ্গলযানের নকশা তৈরি করা ও রক্ষণাবেক্ষণ
করা। |
ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অর্গানাইজেশন |
ওয়াশিংটন ডিসি, আমেরিকা |
অ্যামিনিস্ট্রেটর জিম ব্রিন্ডেনস্টাইন |
১৯৫৮ |
মহাকাশ গবেষনা ও অসামরিক মহাকাশ যাত্রা সংক্রান্ত কর্মসূচি
গ্রহণ। |
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন |
বেজিং, চীন |
অ্যাডমিনিস্ট্রেটর ঝ্যাং কেজিয়াং |
১৯৯৩ |
জাতীয় মহাকাশ কর্মসূচি ও মহাকাশ গবেষণা সংক্রান্ত পরিকল্পনা
গ্রহণ। |
রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি |
মস্কো, রাশিয়া |
দিমিত্রি রোগোজিন সান্দ্রেভিচ পোপোভকিন |
১৯৯২ |
রাশিয়ার মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত যাবতীয় গবেষণা পরিচালনা
করা। |
জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি |
টোকিও, জাপান |
হিরোশি ইয়ামাকাওয়া |
২০০৩ |
মহাকাশ গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন ও উপগ্রহ উৎক্ষেপণে ভূমিকা
গ্রহণ। |
ইউরোপিয়ান স্পেস এজেন্সি |
প্যারিস, ফ্রান্স |
জেহান দিয়েট্রিচ ওর্নার |
১৯৭৫ |
ইউরোপিয়ান দেশগুলির মহাকাশ গবেষণায় উন্নত প্রযুক্তির ব্যবহারিক
প্রয়োগে সাহায্য করা। |
ফ্রেন্স স্পেস এজেন্সি |
প্যারিস, ফ্রান্স |
জিন ইভেস লে গল |
১৯৬১ |
ইউরোপীয় মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত যাবতীয় গবেষণা পরিচালনা
করে। |
জার্মান এরোস্পেস সেন্টার |
কোলোন, জার্মান |
আস্কে বোজার প্যাজালো |
১৯৬৯ |
মহাকাশ গবেষণা ও উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত। |
ইউনাইটেড কিংডম স্পেস এজেন্সি |
সুইনওন |
চিফ এক্সিকিউটিভ গ্রাহাম টার্নক |
২০১০ |
যুক্ত্রাষ্ট্রের মহাকাশ গবেষণা ও মহাকাশ যাত্রা সংক্রান্ত
সমস্ত কর্মসূচির তত্বাবধান করা। |
ইটালিয়ান স্পেস এজেন্সি |
রোম, ইটালি |
জর্জিয়া স্যাকোসিয়া |
১৯৮৮ |
মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত গবেষণার পরিকল্পনা গ্রহণ, মহাকাশ
গবেষণায় দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে প্রযুক্তিগত পরিবর্তন আনা। |
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ