Current Affairs / General Knowledge in Bengali Part 5
প্রশ্নঃ ওলোরি কালচার কিসের সঙ্গে যুক্ত
(ক)মাছ চাষ
(খ)শাক সবজি চাষ
(গ)রেশম
(ঘ)বাস্তু তন্ত্র বিদ্যা
উত্তরঃ(খ)শাক সবজি চাষ
প্রশ্নঃ তুন্দ্রা কথার অর্থ কী?
(ক)সাহারার বালির ঝড়
(খ) বরফ ঢাকা অঞ্চল
(গ)পাথুরে জমি
(ঘ)সবুজ ঘাসের অঞ্চল
উত্তরঃ(খ) বরফ ঢাকা অঞ্চল
প্রশ্নঃ কোন স্থানকে "উড়িষ্যার কাশ্মীর" বলা হয়?
(ক) কোরাপুট
(খ)সুনাবেদা
(গ)উদয়গিরি
(ঘ)দারিংবাড়ি
উত্তরঃ(ঘ)দারিংবাড়ি
প্রশ্নঃ ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা কে?
(ক)অ্যাটর্নি জেনারেল
(খ)রাষ্ট্রপতি
(গ)উপরাষ্ট্রপতি
(ঘ)প্রধান্মন্ত্রী
উত্তরঃ(ক)অ্যাটর্নি জেনারেল
প্রশ্নঃ ঝুলন লীলা কোথাকার নৃত্য হিসেবে পরিচিত?
(ক) কেরল
(খ)অসম
(গ)রাজস্থান
(ঘ)কর্ণাটক
উত্তরঃ (গ)রাজস্থান
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ