Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ রাজ্য তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ যোগ্য আছে?
(ক) ৫২টি
(খ)৫৯টি
(গ)৬১টি
(ঘ)৯৯টি
উত্তরঃ(গ)৬১টি
প্রশ্নঃ কোন ধরনের কয়লায় কার্বনের পরিমান সবচেয়ে কম পাওয়া যায়?
(ক) অ্যান্থ্রেসাইট
(খ) বিটুমিনাস
(গ) লিগনাইট
(ঘ)পিট
উত্তরঃ(ক) অ্যান্থ্রেসাইট
প্রশ্নঃ পঞ্চম শিখ গুরু অর্জুনকে কোন মোগল সম্রাট হত্যা করেন?
(ক) বাবর
(খ)আকবর
(গ)জাহাঙ্গীর
(ঘ)ওরঙ্গজেব
উত্তরঃ(গ)জাহাঙ্গীর
প্রশ্নঃ মানবদেহের ক্ষুদ্রতম হাঁড় হলো-
(ক) মাক্সিল্লাই
(খ) অ্যাক্রিমাল
(গ) স্টেপিস
(ঘ)টিবিয়া
উত্তরঃ(গ) স্টেপিস
প্রশ্নঃ কুইক সিল্ভার কাকে বলা হয়?
(ক) রুপা
(খ) জিঙ্ক
(গ) বেরিয়াম
(ঘ) পারদ
উত্তরঃ(ঘ) পারদ
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ