Current Affairs / General Knowledge in Bengali Part 8
প্রশ্নঃ ১৮৫৭ সালের বিদ্রোহের বাঘ নামে পরিচিত-
(ক) কুনওয়ার সিং
(খ) মঙ্গল পান্ডে
(গ) ভক্ত খান
(ঘ) নানাসাহেব
উত্তরঃ(ক) কুনওয়ার সিং
প্রশ্নঃ পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো-
(ক) 2.4 শতাংশ
(খ) 2.8 শতাংশ
(গ) 3.2 শতাংশ
(ঘ) 3.6 শতাংশ
উত্তরঃ (ক) 2.4 শতাংশ
প্রশ্নঃ উদ্ভিদ দেহের পরিবহণের মাধ্যম কি?
(ক) জল
(খ) হরমোন
(গ) ভিটামিন
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) জল
প্রশ্নঃ ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল? -
(ক) আসামের শিলাঘাটে
(খ) পশ্চিমবঙ্গের রিষড়ায়
(গ) ত্রিপুরার অরুন্ধতী
(ঘ) অন্ধ্রপ্রদেশের গুন্টুরে
উত্তরঃ (খ) পশ্চিমবঙ্গের রিষড়ায়
প্রশ্নঃ রাজ্যসভার সদস্য হবার নূন্যতম বয়স -
(ক) ৪০ বছর
(খ) ৩৫ বছর
(গ) ৩০ বছর
(ঘ) ২৫ বছর
উত্তরঃ (গ) ৩০ বছর
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ