Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ কে ২০২১ - এর মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেলেন? -
(ক) শ্রেয়া ঘোষাল
(খ) অরিজিৎ সিং
(গ) আশা ভোঁসলে
(ঘ) লতা মঙ্গেশকার
উত্তরঃ (গ) আশা ভোঁসলে
প্রশ্নঃ টোকিও অলিম্পিক ২০২১ সালে পি ভি সিব্ধু কোন্ পদক জয়লাভ করলো? -
(ক) ব্রোঞ্চ
(খ) রুপা
(গ) সোনা
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ (ক) ব্রোঞ্চ
প্রশ্নঃ ২০২১ সালে কে লোকমান্য তিলক পুরস্কার পেতে চলেছেন? -
(ক) আশোক ত্রিবেদী
(খ) ডঃ নীতিন রেড্ডি
(গ) ডঃ সাইরাস পুনাওয়াল্লা
(ঘ) ডঃ ভেঙ্কট চাওলা
উত্তরঃ (গ) ডঃ সাইরাস পুনাওয়াল্লা
প্রশ্নঃ ১৯০৫ সালে কে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? -
(ক) ক্ষুদিরাম বসু
(খ) বারীন্দ্র কুমার ঘোষ
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) পুলিন বিহারী দাস
উত্তরঃ (ঘ) পুলিন বিহারী দাস
প্রশ্নঃ নীচের কোন্ সৌধের রং গোলাপি? -
(ক) মতিমহল
(খ) তাজমহল
(গ) হাওয়া মহল
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) হাওয়া মহল
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ