LightBlog
Class 10 Model Activity Task 2021 Life Science Part 6 PDF Download
Type Here to Get Search Results !

Class 10 Model Activity Task 2021 Life Science Part 6 PDF Download

Model Activity Task 2021 Life Science Part 6 Class 10


     Hello, বন্ধুরা তোমাদের এই KDPublisher ওয়েবসাইটে স্বাগত। বন্ধুরা বর্তমান এই করোনা পরিস্থিতে তোমাদের নিজের বাড়িই এখন স্কুল। তো এর পরিপেক্ষিতে ২০২১ সালে নতুন যে Model Activity Task Part 6 (September) দিয়েছে তার দশম শ্রেণির জীবনবিজ্ঞান বিষয়ের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার সঠিক ও নির্ভুল উত্তর এখানে করে দেওয়া হয়েছে।

     model activity task class 10 pdf all subject answer model activity task class 10 physical science part 6 . model activity task class 10 physical science part 6. model activity task // class 10 pdf all subject part 6. model activity task class 10 life science part 6. model activity task - class 10 english pdf. মডেল অ্যাক্টিভিটি টাস্ক. model activity task class 10 part 6.

      আশাকরি তোমাদের এই প্রশ্নগুলির উত্তর Class 10 Model Activity Task Life Science Part 6 -এর উত্তর তৈরি করতে খুব সাহায্য করবে। তবে তোমরা আগে নিজে থেকে এই প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবে। আর পরে যদি কোনো প্রশ্নের উত্তর করতে সমস্যা হয় তাহলে আমাদের এই Website -এ ভিজিট করে সেই প্রশ্নের উত্তর খুব সহজেই দেখেনিতে পারো।

     model activity task class 10 physical science part 6. model activity task class 10 life science part 6. model activity task class 10 life science part 6. model activity task class 10 life science part 6. model activity task life science class 10 part 6. model activity task class 10 life science 2021. model activity task class 10 life science part 6. model activity task class 10 part 6 history.

      তো নীচে Model Activity Task Part 6 Life Science Class 10 -এর সঠিক ও নির্ভুল উত্তর দেওয়া আছে। তোমরা এখান থেকে উত্তরগুলি মিলিয়ে অথবা লিখেনিতে পারো। 


মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দশম শ্রেণি

জীবনবিজ্ঞান


১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :


১.১ নীচের যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো -

(ক) ঈস্ট - কোরকোদ্গম

(খ) মস - রেণু উৎপাদন

(গ) প্লাসমেডিয়াম - পুনরুৎপাদন

(ঘ) অ্যামিবা - দ্বিবিভাজন

উত্তরঃ (গ) প্লাসমেডিয়াম - পুনরুৎপাদন


১.২ নীচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃন ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো -

(ক) BBRR ও BbRr

(খ) BBrr ও Bbrr

(গ) BBRr ও BbRR

(ঘ) bbRr ও bbrr

উত্তরঃ (খ) BBrr ও Bbrr 


১.৩ স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো -

(ক) 0%

(খ) 25%

(গ) 50%

(ঘ) 100%

উত্তরঃ (ক) 0%


২. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :


২.১ অযৌন জননে দুটি জনিতৃ জীবের প্রয়োজন হয়।

উত্তরঃ মিথ্যা


২.২ সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়।

উত্তরঃ মিথ্যা


২.৩ কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যএর বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে।

উত্তরঃ সত্য


৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :


৩.১ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো -

  • গ্যামেট উৎপাদন
  • মাইটোসিস বা মিয়োসিসের ওপর নির্ভরতা
উত্তরঃ 

বিষয়

অযৌন জনন

যৌন জনন

গ্যামেট উৎপাদন

অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না।

যৌন জননে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়।

মাইটোসিস ও মিয়োসিসের উপর নির্ভরতা

এই প্রকার জননে কেবল মাইটোসিস কোশ বিভাজন ঘটে।

এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিয়োসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোশ বিভাজন ঘটে।



৩.২ মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও।
উত্তরঃ মাইক্রো কথার অর্থ অতি ক্ষুদ্র। এখানে পৃথকীকৃত কোশ বা কলার ছোটো টুকরোকে বোঝায়। ক্ষুদ্র টুকরোটিকে বিশেষ কর্ষণ দ্রবণে বৃদ্ধি ঘটানো হয়। কর্ষণ দ্রবণটি পরিপোষক এবং অক্সিন ও সাইটোকাইনিন হরমোন দিয়ে তৈরি করা হয়। এই ধরনের পদ্ধতিকে কলা কর্ষণ বলে। প্রধানত এটি হল কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার ঘটানো।
মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে হল - 
(ক) উপযুক্ত উদ্ভিদ অঙ্গ - কলা, কোশ, মুকুল ইত্যাদি নির্বাচন। 
(খ) কালচার মাধ্যমে রেখে উপাদানটিকে বৃদ্ধি ঘটানো এবং ক্যালাস গঠন।
(গ) ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন।
(ঘ) এমব্রয়েড থেকে অসংখ্য প্লান্টলেট সৃষ্টি।
(ঙ) প্লান্টলেটগুলিকে পৃথক টবে স্থানান্তরকরণ এবং অসংখ্য চারাগাছ সৃষ্ট।


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের (YYRR) সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের (yyrr) সংকরায়ণের ফলাফল F₂ জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ণ থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো।
উত্তরঃ


স্বাধীন সঞ্চারণ সূত্র ঃকোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিতৃ জনু থেকে অপত্য সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপযুক্ত প্রত্যেকেটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে-কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়।

অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক ঃ এইখানে ক্লিক করুন


Tags Line

-----------------------------

model activity task part 6,


life science part 6 class 10,


class 10 model activity task part 6,


life science model activity task part 6,


part 6 model activity task,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close