Model Activity Task 2021 Physical Science Part 6 Class 10
Hello, বন্ধুরা তোমাদের এই KDPublisher ওয়েবসাইটে স্বাগত। বন্ধুরা বর্তমান এই করোনা পরিস্থিতে তোমাদের নিজের বাড়িই এখন স্কুল। তো এর পরিপেক্ষিতে ২০২১ সালে নতুন যে Model Activity Task Part 6 (September) দিয়েছে তার দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিষয়ের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার সঠিক ও নির্ভুল উত্তর এখানে করে দেওয়া হয়েছে।
model activity task class 10 physical science part 6. model activity task class 10 physical science part 6. model activity task class 10 physical science part 6. model activity task class 10 physical science part 6. model activity task class 10 physical science 2021. model activity task class 10 physics part 6. model activity class 10 physical science. model activity task class 10 life science part 6.
আশাকরি তোমাদের এই প্রশ্নগুলির উত্তর Class 10 Model Activity Task Physical Science Part 6 -এর উত্তর তৈরি করতে খুব সাহায্য করবে। তবে তোমরা আগে নিজে থেকে এই প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবে। আর পরে যদি কোনো প্রশ্নের উত্তর করতে সমস্যা হয় তাহলে আমাদের এই Website -এ ভিজিট করে সেই প্রশ্নের উত্তর খুব সহজেই দেখেনিতে পারো।
model activity task physical science class 10 part 6. model activity task class 10 physical science. model activity task physical science class 10 part 6. model activity task physical science class 10 part 6. model activity task class 10 physical science 2021. model activity task class 10 physical science part. activity task class 10 physical science part 6. model activity task class 10 physics part 6.
তো নীচে Model Activity Task Part 6 Physical Science Class 10 -এর সঠিক ও নির্ভুল উত্তর দেওয়া আছে। তোমরা এখান থেকে উত্তরগুলি মিলিয়ে অথবা লিখেনিতে পারো।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
ভৌতবিজ্ঞান
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো -
(ক) 4g/mol
(খ) 16g/mol
(গ) 32g/mol
(ঘ) 64g/mol
উত্তরঃ (ঘ) 64g/mol
১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণ করার সময় -
(ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
(গ) অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
উত্তরঃ (খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
১.৩ 3 ওহম্ এবং 6 ওহম্ রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো -
(ক) 9 ওহম্
(খ) 4 ওহম্
(গ) 2 ওহম্
(ঘ) 1 ওহম্
উত্তরঃ (গ) 2 ওহম্
২. একটি শব্দে অথবা একটি বাকে উত্তর দাও :
২.১ কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎবিশ্লেষ্য ব্যবহৃত হয়?
উত্তরঃ পটাশিয়াম অরোসায়ানাইড K[Au(CN)₂]
২.২ কিলোওয়াট (kW) ও কিলোওয়াট-ঘন্টার (kWh) মধ্যে কোন্টি ক্ষমতার একক?
উত্তরঃ কিলোওয়াট (kW)
২.৩ DC অপেক্ষা AC-র একটি ব্যবহারিক সুবিধা লেখো।
উত্তরঃ DC অপেক্ষা AC-র একটি ব্যবহারিক সুবিধা হল -
অনেক কম শক্তি ক্ষয় এবং অনেক কম খরচে পরিবর্তী (AC) অনেক দূরবর্তী স্থানে প্রেরিত করা যায়।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো।
উত্তরঃ বামহস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।
৩.২ 50g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো (Ca = 40, C = 12, O =16)।
উত্তরঃ CaCO₃ = CaO + CO₂⬆
40 + 12 + (16 x3) 12 + ( 16 x2)
= 40 + 12 + 48 = 12 + 32
= 100 = 44
ஃ 100g CaCO₃ থেকে CO₂ পাওয়া যায় 44g
ஃ 1g CaCO₃ থেকে CO₂ পাওয়া যায় 44/100g
ஃ 50g CaCO₃ থেকে CO₂ পাওয়া যায় 44x50 / 100g
= 22g
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2 : 1, ব্যাসার্ধের অনুপাত 1 : 2 এবং রোধাঙ্কের অনুপাত 3 : 4 হলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো।
উত্তরঃ প্রথম তারের ক্ষেত্রে,
ধরি, রোধ = R₁
ব্যাসার্ধ = r₁
দৈর্ঘ্য = l₁
রোধাঙ্ক = P₁
প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল (A₁) = πr₁²
দ্বিতীয় তারের ক্ষেত্রে,
রোধ = R₂
ব্যাসার্ধ = r₂
দৈর্ঘ্য = l₂
রোধাঙ্ক = P₂
প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল (A₂) = πr₂²
প্রথম শর্তমতে, l₁ : l₂ = 2 : 1
ஃ l₁ / l₂ = 2 / 1
দ্বিতীয় শর্তে, r₁ : r₂ = 1 : 2
বা, r₁ / r₂ = 1 / 2
ஃ r₂ / r₁ = 2 / 1
তৃতীয় শর্তমতে, P₁ : P₂ = 3 : 4
ஃ P₁ : P₂ = 3 / 4
আমরা জানি, R = P.l / A
ஃ প্রথম তারের রোধ, R₁ = P₁.l₁ / A₁ --------- (i)
ஃ দ্বিতীয় তারের রোধ, R₂ = P₂.l₂ / A₂ --------- (ii)
এখন আমরা (i) ➗ (ii) করে পাই,
বা, R₁ / R₂ = P₁.l₁ / A₁ / P₂.l₂ / A₂
বা, R₁ / R₂ = P₁.l₁ / A₁ xA₂ / P₂.l₂
বা, R₁ / R₂ = P₁.l₁.πr₂² / πr₁².P₂.l₂
বা, R₁ / R₂ = (P₁ / P₂) x(l₁ / l₂) x(r₁ / r₂)²
বা, R₁ / R₂ = (3 / 4) x(2 / 1) x(2 / 1)²
বা, R₁ / R₂ = 3 / 4 x2 / 1 x4 / 1
বা, R₁ / R₂ = 6 / 1
বা, R₁ : R₂ = 6 : 1
অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
-----------------------------
Class 10 Physical Science model activity task part 6,
physical science part 6 model activity task,
part 6 physical science model activity task,
madhyamik model activity task part 6,
Thanks sir
উত্তরমুছুন