মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ভৌতবিজ্ঞান
দশম শ্রেণি
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো -
(ক) বায়োগ্যাস
(খ) পেট্রোল
(গ) ডিজেল
(ঘ) কয়লা
উত্তরঃ
১.২ কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে -
(ক) সদ্ ও অবশীর্ষ
(খ) অসদ্ ও অবশীর্ষ
(গ) সদ্ ও সমশীর্ষ
(ঘ) অসদ্ ও সমশীর্ষ
উত্তরঃ
১.৩ যে যৌগটি আয়নীয় নয় তা হলো -
(ক) KH
(খ) NaCl
(গ) CaCl2
(ঘ) CH4
উত্তরঃ
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :
২.১ গ্যাস ধ্রুবকের (R) SI এককটি উল্লেখ করো।
উত্তরঃ
২.২ পর্যায়সারণিতে প্রত্যেক পর্যায়ের কোন্ মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হউ?
উত্তরঃ
২.৩ এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মত।
উত্তরঃ
৩. দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন ব্যাখ্যা করো।
উত্তরঃ
৩.২ কোনো মৌলের আয়নীয়ভবন শক্তি বলতে কী বোঝায়?
উত্তরঃ
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ 760 mm Hg চাপে ও 273 K উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6h - এর আয়তন 1.12 L। গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো।
উত্তরঃ
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ