Current Affairs / General Knowledge in Bengali Part 4
প্রশ্ন : কোরিওলিস বলের প্রাধান্য সব থেকে বেশি পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় -
(ক) মকর সংক্রান্তিরেখায়(খ) উত্তর ও দক্ষিণ দুই মেরুতে
(গ) বিষুবরেখায়
(ঘ) কর্কট সংক্রান্তিরেখায়
উত্তর : (খ) উত্তর ও দক্ষিণ দুই মেরুতে
প্রশ্ন : কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়েছিল -
(ক) ১৮৩৫ সালে
(খ) ১৮৪০ সালে
(গ) ১৮৪৫ সালে
(ঘ) ১৮৫০ সালে
উত্তর : (ক) ১৮৩৫ সালে
প্রশ্ন : ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত -
(ক) নিউ দিল্লিতে
(খ) হরিয়ানার কার্নালে
(গ) তামিলনাড়ুর এর্নাকুলামে
(ঘ) মহারাষ্ট্রের মুম্বাইয়ে
উত্তর : (গ) তামিলনাড়ুর এর্নাকুলামে
প্রশ্ন : প্রাভদা সংবাদপত্র কোন দেশের -
(ক) মিশর
(খ) ইন্দোনেশিয়া
(গ) লন্ডন
(ঘ) রাশিয়া
উত্তর : (ঘ) রাশিয়া
প্রশ্ন : গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন কে -
(ক) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
(খ) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(গ) জহরলাল নেহেরু
(ঘ) ডঃ ভীমরাও আম্বেদকর
উত্তর : (ঘ) ডঃ ভীমরাও আম্বেদকর
প্রশ্ন : উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে কি হয় -
(ক) পশ্চিমী ঝঞ্জা
(খ) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
(গ) পরিচলন বৃষ্টিপাত
(ঘ) ঘূর্ণবাত বৃষ্টিপাত
উত্তর : (খ) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
প্রশ্ন : মৌসুমী শব্দটির মূল ভাষা হল -
(ক) ফার্সি
(খ) আরবি
(গ) সংস্কৃত
(ঘ) উর্দু
উত্তর : (খ) আরবি
প্রশ্ন : ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তাহলো -
(ক) ক্রোনোমিটার
(খ) সিসমোগ্রাফ
(গ) থার্মোমিটার
(ঘ) হাইগ্রোমিটার
উত্তর : (খ) সিসমোগ্রাফ
প্রশ্ন : "শক্তিশালী জল" বলা হয় নিচের কোন এসিডকে -
(ক) নাইট্রিক অ্যাসিড
(খ) সালফিউরিক অ্যাসিড
(গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (ক) নাইট্রিক অ্যাসিড
প্রশ্ন : 2021 সালের ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোন রাজ্যে পালিত হবে -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) গোয়া
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) দিল্লি
উত্তর : (খ) গোয়া
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ