Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 11-07-2021/ Daily Current Affairs Today Part 3
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 11-07-2021/ Daily Current Affairs Today Part 3

Current Affairs / General Knowledge in Bengali Part 3


প্রশ্ন : জীবাশ্ম দেখা যায় যে পর্বতটিতে তা হল -
(ক) ভঙ্গিল পর্বত
(খ) স্তুপ পর্বত
(গ) আগ্নেয় পর্বত
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (ক) ভঙ্গিল পর্বত

প্রশ্ন : চারমিনার নিচের কোন শহরে অবস্থিত -
(ক) বিজাপুর
(খ) বেঙ্গালুরু
(গ) সেকেন্দ্রাবাদ
(ঘ) হায়দ্রাবাদ
উত্তর : (ঘ) হায়দ্রাবাদ

প্রশ্ন : বর্তমানে পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কত টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে -
(ক) এক লক্ষ টাকা পর্যন্ত
(খ) পাঁচ লক্ষ টাকা পর্যন্ত
(গ) সাত লক্ষ টাকা পর্যন্ত
(ঘ) দশ লক্ষ টাকা পর্যন্ত
উত্তর : (ঘ) দশ লক্ষ টাকা পর্যন্ত

প্রশ্ন : অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন -
(ক) ডঃ বি আর আম্বেদকর
(খ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
(গ) বি ডি সাভারকার
(ঘ) রাসবিহারী বসু
উত্তর : (খ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

প্রশ্ন : দুটি নদীর মধ্যবর্তী অংশকে বলে ধরা -
(ক) দোয়াব
(খ) ঢোরা
(গ) ডুয়ার্স
(ঘ) ঢান্ড
উত্তর : (ক) দোয়াব

প্রশ্ন : রাজপুত নীতি কে প্রবর্তন করেন -
(ক) জাহাঙ্গীর
(খ) আকবর
(গ) হুমায়ুন
(ঘ) বাবর
উত্তর : (খ) আকবর

প্রশ্ন : ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন -
(ক) চন্দ্রশেখর দেব
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
উত্তর : (গ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

প্রশ্ন : লোহায় মরচে পড়ে যে প্রক্রিয়ার মাধ্যমে তা হল -
(ক) হাইড্রেশন
(খ) অক্সিডেশন
(গ) কার্বনেশন
(ঘ) ওপরের কোনোটিই নয়
উত্তর : (খ) অক্সিডেশন

প্রশ্ন : রাষ্ট্রপুঞ্জের কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গ জনপরিসেবা পুরস্কারে সম্মানিত করে -
(ক) যুবশ্রী
(খ) কন্যাশ্রী
(গ) সবুজ সাথী
(ঘ) খাদ্য সাথী
উত্তর : (খ) কন্যাশ্রী

প্রশ্ন : "জয় জওয়ান জয় কিষান" কথাটি বলেছিলেন -
(ক) জহরলাল নেহেরু
(খ) নরেন্দ্র দামোদরদাস মোদী
(গ) অটলবিহারী বাজপাই
(ঘ) লাল বাহাদুর শাস্ত্রী
উত্তর : (ঘ) লাল বাহাদুর শাস্ত্রী


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close