মডেল অ্যাক্টিভিটি টাস্ক
জীবনবিজ্ঞান
দশম শ্রেণি
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাওসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো -
(ক) অক্সিন
(খ) জিব্বেরেলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) NAA
উত্তরঃ
১.২ নীচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো -
(ক) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া
(খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া
(গ) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ঠ হয়ে যাওয়া
(ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া
উত্তরঃ
১.৩ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো -
(ক) STH - থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা
(খ) ACTH - স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা
(গ) FSH - রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা
(ঘ) ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো
উত্তরঃ
২. নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :
২.১ ডাবের জলে __________ হরমোন থাকে।
উত্তরঃ
২.২ পায়রার একটি ডানায় __________ টি রেমিজেস নামক পালক থাকে।
উত্তরঃ
২.৩ RNA - তে থাইমিনের পরিবর্তে __________ থাকে।
উত্তরঃ
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপন করো -
- নালির উপস্থিতি ও অনুপস্থিতি
- ক্ষরিত পদার্থ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ