Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্ন : পৃথিবীর ছাতা নামে পরিচিত বায়ুমণ্ডলের যে স্তরে তা হল -
(ক) ম্যাগনেটোস্ফিয়ার
(খ) ওজোনস্ফিয়ার
(গ) হোমোস্ফিয়ার
(ঘ) স্ট্রাটোস্ফিয়ার
উত্তর : (খ) ওজোনস্ফিয়ার
প্রশ্ন : বিধবা বিবাহের প্রচলন কে করেছিলেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রাজা রামমোহন রায়
(গ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) উপরের কেউই নন
উত্তর : (গ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন : রাষ্ট্রসঙ্ঘের ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন -
(ক) বিজয়লক্ষ্মী পন্ডিত
(খ) সরোজিনী নাইডু
(গ) গোল্ডা মেয়ার
(ঘ) সরলা দেবী চৌধুরানী
উত্তর : (ক) বিজয়লক্ষ্মী পন্ডিত
প্রশ্ন : ভারতের ডেকান ট্রাপ অঞ্চল হল একটি -
(ক) চুনাপাথর পলিযুক্ত সমভূমি
(খ) লাভা গঠিত মালভূমি
(গ) গ্রানাইট পর্বত
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (খ) লাভা গঠিত মালভূমি
প্রশ্ন : ভারতের কোন রাজ্য জম্মু-কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য রূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে -
(ক) বিহার
(খ) পশ্চিমবঙ্গ
(গ) কর্ণাটক
(ঘ) উত্তর প্রদেশ
উত্তর : (গ) কর্ণাটক
প্রশ্ন : শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন -
(ক) ভাওলিন
(খ) বাঁশি
(গ) সন্তুর
(ঘ) সেতার
উত্তর : (গ) সন্তুর
প্রশ্ন : কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় -
(ক) সুরাট
(খ) আমেদাবাদ
(গ) বরোদা
(ঘ) নাগপুর
উত্তর : (খ) আমেদাবাদ
প্রশ্ন : রাষ্ট্রের নির্দেশমূলক নীতি গুলি স্থান পেয়েছে সংবিধানে -
(ক) প্রথম অংশে
(খ) দ্বিতীয় অংশে
(গ) তৃতীয় অংশ
(ঘ) চতুর্থ অংশে
উত্তর : (ঘ) চতুর্থ অংশে
প্রশ্ন : নিচের কোন দেশটিকে বজ্রপাতের দেশ বলা হয় -
(ক) সুইজারল্যান্ড
(খ) থাইল্যান্ড
(গ) ভুটান
(ঘ) নেপাল
উত্তর : (গ) ভুটান
প্রশ্ন : নিচের কোন শ্রেণীর পর্বতে চ্যুতি দেখা যায় -
(ক) আগ্নেয় পর্বত
(খ) ভঙ্গিল পর্বত
(গ) স্তুপ পর্বত
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (গ) স্তুপ পর্বত
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ