Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 11-07-2021/ Daily Current Affairs Today Part 1
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 11-07-2021/ Daily Current Affairs Today Part 1

 Current Affairs / General Knowledge in Bengali Part 1


প্রশ্ন : ভারতের আয়কর হলো -

(ক) প্রত্যক্ষ ও প্রগতিশীল
(খ) প্রত্যক্ষ ও আনুপাতিক
(গ) অপ্রত্যক্ষ ও আনুপাতিক
(ঘ) অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল
উত্তর : (ক) প্রত্যক্ষ ও প্রগতিশীল

প্রশ্ন : "আমার মেয়েবেলা" কার আত্মজীবনী -
(ক) মহাশ্বেতা দেবী
(খ) সুফিয়া কামাল
(গ) তাসলিমা নাসরিন
(ঘ) সরলা দেবী চৌধুরানী
উত্তর : (গ) তাসলিমা নাসরিন

প্রশ্ন : ভারতের জিএসটি চালু করা হয় কবে থেকে -
(ক) ২০১৫
(খ) ২০১৬
(গ) ২০১৭
(ঘ) ২০১৮
উত্তর : (গ) ২০১৭

প্রশ্ন : মহাভারতের রচয়িতা কে -
(ক) তুলসীদাস
(খ) বেদব্যাস
(গ) বাল্মিকী
(ঘ) আর্য ভট্ট
উত্তর : (খ) বেদব্যাস

প্রশ্ন : "হোয়াইট প্লাগ" শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় -
(ক) যুদ্ধজয়ের প্রতীক
(খ) শান্তির প্রতীক
(গ) যুদ্ধবিরতির প্রতীক
(ঘ) উপরে উল্লেখিত সব কয়টি
উত্তর : (ঘ) উপরে উল্লেখিত সব কয়টি

প্রশ্ন : নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল -
(ক) গুরুশিখর
(খ) শিলং
(গ) সারামতি
(ঘ) সান্দাকফু
উত্তর : (গ) সারামতি

প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা -
(ক) সিকিম
(খ) ত্রিপুরা
(গ) অসম
(ঘ) বিহার
উত্তর : (খ) ত্রিপুরা

প্রশ্ন : পেট্রোলের রাসায়নিক নাম হল -
(ক) ইথিলিন
(খ) গ্যাসোলিন
(গ) ডিজেল
(ঘ) ইথার
উত্তর : (খ) গ্যাসোলিন

প্রশ্ন : ভারতের কোন রাজ্যকে দুধের বালতি বলা হয় -
(ক) ঝাড়খন্ড
(খ) হরিয়ানা
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) উত্তর প্রদেশ
উত্তর : (গ) পশ্চিমবঙ্গ

প্রশ্ন : "সিরাম মেঘ" দেখা যায় বায়ুমণ্ডলের যে স্তরে তা হল -
(ক) আয়োনোস্ফিয়ার
(খ) মেসোস্ফিয়ার
(গ) ট্রপোস্ফিয়ার
(ঘ) ওজনস্ফিয়ার
উত্তর : (গ) ট্রপোস্ফিয়ার

আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close