Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 11-07-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 11-07-2021/ Daily Current Affairs Today Part 5

 Current Affairs / General Knowledge in Bengali Part 5


প্রশ্ন : লক্ষীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন -

(ক) মহাশ্বেতা দেবী
(খ) সরোজিনী নাইডু
(গ) সরলা দেবী চৌধুরানী
(ঘ) মালাধর বসু
উত্তর : (গ) সরলা দেবী চৌধুরানী

প্রশ্ন : যাযাবর কোন সাহিত্যিকের ছদ্মনাম -
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) বিনয় মুখোপাধ্যায়
(গ) কালীপ্রসন্ন সিংহ
(ঘ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
উত্তর : (খ) বিনয় মুখোপাধ্যায়

প্রশ্ন : "আকাশ" কি ধরনের ক্ষেপণাস্ত্র -
(ক) এন্টি মিসাইল ট্যাংক
(খ) আকাশ থেকে আকাশ
(গ) ভূমি থেকে আকাশ
(ঘ) ভূমি থেকে ভূমি
উত্তর : (ঘ) ভূমি থেকে ভূমি

প্রশ্ন : "দশম জলপ্রপাত" কোন রাজ্যে দেখতে পাওয়া যায় -
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) উড়িষ্যা
(গ) কর্ণাটক
(ঘ) ঝারখন্ড
উত্তর : (ঘ) ঝারখন্ড

প্রশ্ন : রনথম্বোর ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত -
(ক) উত্তরাঞ্চল
(খ) মধ্যপ্রদেশ
(গ) আসাম
(ঘ) রাজস্থান
উত্তর : (ঘ) রাজস্থান

প্রশ্ন : গলগি বডিস অঙ্গানুটির নামকরণ করা হয়েছে -
(ক) কার্যকারিতা অনুসারে
(খ) আবিষ্কারকের নাম অনুসারে
(গ) প্রকৃতি অনুসারে
(ঘ) অবস্থান অনুসারে
উত্তর : (খ) আবিষ্কারকের নাম অনুসারে

প্রশ্ন : মহাদেব পর্বতের অবস্থান কোথায় -
(ক) নীলগিরি পর্বত
(খ) আরাবল্লী পর্বত
(গ) সাতপুরা পর্বত
(ঘ) বিন্ধ্য পর্বত
উত্তর : (ক) নীলগিরি পর্বত

প্রশ্ন : নিচের কোনটি মৌলিক কার্বনের উদাহরণ -
(ক) চুন
(খ) তামা
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) হীরা
উত্তর : (ঘ) হীরা

প্রশ্ন : ব্রহ্মসিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা -
(ক) ভারবি
(খ) বরাহমিহির
(গ) ব্রহ্মগুপ্ত
(ঘ) আর্য ভট্ট
উত্তর : (ঘ) আর্য ভট্ট

প্রশ্ন : একাত্তরের ডায়েরী গ্রন্থটি কার লেখা -
(ক) মহাশ্বেতা দেবী
(খ) সরলা দেবী চৌধুরানী
(গ) মাতঙ্গিনী হাজরা
(ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার
উত্তর : (খ) সরলা দেবী চৌধুরানী

আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close