LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 11-07-2021/ Daily Current Affairs Today Part 6
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 11-07-2021/ Daily Current Affairs Today Part 6

 Current Affairs / General Knowledge in Bengali Part 6


প্রশ্ন : ভারতের দুটি আগ্নেয় দ্বীপ হল -
(ক) নারকোনডাম ও ব্যারেন
(খ) পান্বান ও ব্যারেন
(গ) বিত্রা ও কাভারাত্তি
(ঘ) কাভারাত্তি ও নিউ মোর
উত্তর : (ক) নারকোনডাম ও ব্যারেন

প্রশ্ন : ভারতে কবে প্রথম কনজিউমার প্রটেকশন বিল পাস হয়েছিল -
(ক) ১৯৮১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৮ খ্রিস্টাব্দে
উত্তর : (ঘ) ১৯৮৮ খ্রিস্টাব্দে

প্রশ্ন : কার আমলে ইলবার্ট বিল হয়েছিল -
(ক) লর্ড ওয়েলেসলি
(খ) লর্ড রিপন
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড ডালহৌসি
উত্তর : (খ) লর্ড রিপন

প্রশ্ন : ইনসুলিন কে আবিষ্কার করেছিলেন -
(ক) এডওয়ার্ড জেনার
(খ) ফ্রিডরিখ গ্র্যান্ড বেন্টিং
(গ) আলেকজান্ডার ফ্লেমিং
(ঘ) রোনাল্ড রস
উত্তর : (খ) ফ্রিডরিখ গ্র্যান্ড বেন্টিং

প্রশ্ন : বায়ুমন্ডলের কোন স্তরটি পৃথিবীর শিলামন্ডলের সবচেয়ে কাছে অবস্থিত -
(ক) আয়োনোস্ফিয়ার
(খ) এক্সোস্ফিয়ার
(গ) স্ট্রাটোস্ফিয়ার
(ঘ) ট্রপোস্ফিয়ার
উত্তর : (ঘ) ট্রপোস্ফিয়ার

প্রশ্ন : শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত -
(ক) শতদ্রু
(খ) ঝিলাম
(গ) বিতস্তা
(ঘ) গঙ্গা
উত্তর : (খ) ঝিলাম

প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের গ্লাসগো বলা হয় -
(ক) উত্তর পুরুলিয়া
(খ) কোচবিহার
(গ) হুগলি
(ঘ) হাওড়া
উত্তর : (ঘ) হাওড়া

প্রশ্ন : কোন যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডলের চাপ মাপা হয় -
(ক) হাইগ্রোমিটার
(খ) ব্যারোমিটার
(গ) থার্মোমিটার
(ঘ) পোটমিটার
উত্তর : (খ) ব্যারোমিটার

প্রশ্ন : বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন -
(ক) সত্যেন্দ্রনাথ বসু
(খ) জ্ঞানচন্দ্র ঘোষ
(গ) প্রফুল্ল চন্দ্র রায়
(ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তর : (গ) প্রফুল্ল চন্দ্র রায়

প্রশ্ন : কোষ কে আবিষ্কার করেছিলেন -
(ক) রবার্ট হুক
(খ) আলেকজান্ডার ফ্লেমিং
(গ) লুই পাস্তুর
(ঘ) এডওয়ার্ড জেনার
উত্তরঃ (ক) রবার্ট হুক

আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close