Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কাকে দেশ নায়ক আখ্যা দেন? -
(ক) নেতাজী সুভাষচন্দ্র বসু
(খ) মহাত্মা গান্ধী
(গ) জওহরলাল নেহরু
(ঘ) রাসবিহারী বসু
উত্তরঃ (ক) নেতাজী সুভাষচন্দ্র বসু
প্রশ্নঃ কোন্ রাজ্য সরকার ৫৭ বছর বয়সের বেশি লোককে বার্ধক্যের ভাতা দেবে? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) তেলেঙ্গানা
(ঘ) রাজস্থান
উত্তরঃ (গ) তেলেঙ্গানা
প্রশ্নঃ হাইদ্রাবাদ ক্রিকেট সমিতির সভাপতি পদে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? -
(ক) সুনীল গাভাস্কার
(খ) কপিল দেব
(গ) মোহাম্মদ আজহারউদ্দিন
(ঘ) সৌরভ গাঙ্গুলী
উত্তরঃ (গ) মোহাম্মদ আজহারউদ্দিন
প্রশ্নঃ কোন্ ই-কমার্স সংস্থা সম্প্রতি প্লাস্টিকের প্যাকেজিং বাতিল করেছে? -
(ক) Snapdeal
(খ) Myntra
(গ) Flipkart
(ঘ) Amazon
উত্তরঃ (গ) Flipkart
প্রশ্নঃ সম্প্রতি কোন্ দেশ Fengyun-3E উপগ্রহ চালু করেছে? -
(ক) ইংল্যান্ড
(খ) রাশিয়া
(গ) চীন
(ঘ) জাপান
উত্তরঃ (গ) চীন
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্যে "Rythu Bharosa Chaitanya Yatra" অনুষ্ঠিত হতে চলেছে -
(ক) বিহারে
(খ) পশ্চিমবঙ্গে
(গ) মধ্যপ্রদেশে
(ঘ) অন্ধ্রপ্রদেশে
উত্তরঃ (ঘ) অন্ধ্রপ্রদেশে
প্রশ্নঃ গুজরাটের সুরাটে ডিজিটাল কেন্দ্র লঞ্চ করল -
(ক) স্ন্যাপডিল
(খ) আমাজন
(গ) ফ্লিপকার্ট
(ঘ) মাইত্রা
উত্তরঃ (খ) আমাজন
প্রশ্নঃ বাংলার অক্সফোর্ড নামে যে শহরটি পরিচিত তা হলো -
(ক) কলকাতা
(খ) হাওড়া
(গ) নবদ্বীপ
(ঘ) আশোকনগর
উত্তরঃ (গ) নবদ্বীপ
প্রশ্নঃ "দেল সেরা" সংবাদপত্র যে দেশ থেকে প্রকাশিত হয় -
(ক) স্পেন
(খ) ভারত
(গ) ইটালি
(ঘ) রাশিয়া
উত্তরঃ (গ) ইটালি
প্রশ্নঃ "লে মন্ডে" সংবাদপত্রটি প্রকাশিত হয় -
(ক) রাশিয়া থেকে
(খ) ফ্রান্স থেকে
(গ) চীন থেকে
(ঘ) আমেরিকা থেকে
উত্তরঃ (খ) ফ্রান্স থেকে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukes
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ