WB Madhyamik Class 10 Bengali Model Activity Task 2021 Part - 4 WBBSE দশম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব - ৪
Type Here to Get Search Results !

WB Madhyamik Class 10 Bengali Model Activity Task 2021 Part - 4 WBBSE দশম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব - ৪

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

বাংলা (প্রথম ভাষা)

দশম শ্রেণি


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :


১.১ তপনের লেখা যে গল্পটি 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপা হয়েছিল -

ক) রাজা ও রানি

খ) অ্যাকসিডেন্ট

গ) প্রথম দিন

ঘ) স্কুলে ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা

উত্তরঃ


১.২ পাঠ্য 'অসুখী একজন' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে -

ক) শঙ্খ ঘোষ

খ) নবারূণ ভট্টাচার্য

গ) উৎপলকুমার বসু

ঘ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ


১.৩ 'আফ্রিকা' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকরের যে কাব্যগ্রন্থে রয়েছে -

ক) মানসী

খ) চিত্রা

গ) পত্রপুট

ঘ) নৈবেদ্য

উত্তরঃ


১.৪ 'বাবু কুইল ড্রাইভারস' কথাটি বলতেন -

ক) ওয়াটারম্যান

খ) লর্ড কার্জন

গ) উইলিয়াম জোন্স

ঘ) উইলিয়াম হেস্টিংস

উত্তরঃ


১.৫ যে কাব্যগ্রন্থের শঙ্খ ঘোষের লেখা নয় -

ক) দিন ও রাত্রি

খ) দিনগুলি রাতগুলি

গ) পাঁজরে দাঁড়ের শব্দ

ঘ) ধুম লেগেছে হৃৎ কমলে

উত্তরঃ 


২. কম - বেশি ২০টি শব্দের উত্তর লেখো :


২.১ কোন্‌ কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? 

উত্তরঃ


২.২ 'অসুখী একজন' কবিতাটি পাবলো নেরুদার কোন্‌ কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তরঃ


২.৩ 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন?

উত্তরঃ


২.৪ 'আফ্রকা' কবিতায় দিনের অন্তিমকাল কীভাবে ঘোষিত হয়েছিল?

উত্তরঃ


২.৫ 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতায় কবি 'পায়ে পায়ে হিমানীর বাঁধ' বলতে কী নির্দেশ করেছেন?

উত্তরঃ


৩. প্রসঙ্গ নির্দেশদহ কম-বেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর লেখো :

 

৩.১ 'ওর হবে।' - বক্তা কে? কেন তার এমন মনে হয়েছে?

উত্তরঃ


৩.২ 'অসুখী একজন' কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পর পর পাথরের মতো নেমে এসেছিল?

উত্তরঃ


৩.৩ 'আমরা ভিখারি বারোমাস।' - 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো।

উত্তরঃ


৩.৪ উদ্‌ভ্রান্ত আদিম যুগের কথা 'আফ্রিকা' কবিতায় কীভাবে উল্লিখিত হয়েছে?

উত্তরঃ


৩.৫ 'আমি যেখানে কাজ করি সেটা লেখালেখি আপিস।' - সেই আপিসের চিত্র লেখক কীভাবে উপস্থাপিত করেছেন?

উত্তরঃ


৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো (কম-বেশি ১৫০ শব্দ) :

৪.১ 'পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ও ঘটে?' - কোন্‌ ঘটনাকে আলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল, 'জ্ঞানচক্ষু' গল্প অনুসারণে বুঝিয়ে দাও।

উত্তরঃ


৪.২ 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কোন্‌ কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আহ্বান ধ্ববিত হয়েছে কেন?

উত্তিরঃ


৪.৩ দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসে চিরিচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল, তা আফ্রিকা' কবিতা অনুসরণে আলোচনা করো।

উত্তরঃ


৪.৪ 'জন্ম নিল ফাউন্টেন পেন।' - 'হারিয়ে যাওয়া কালি কলম' রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত আলোচনা করো।

উত্তরঃ


৪.৫ 'তারপর যুদ্ধ এল।' - কীসের মতো যুদ্ধ এল? তার কী পরিণতি ঘটল?

উত্তরঃ


৫. নির্দেশ অনুযায়ী উত্তর দাও :


৫.১ অনুসর্গ হলো একপ্রকার -

(ক) বিশেষ্য পদ

(খ) বিশেষণ পদ

(গ) সর্বনাম পদ

(ঘ) অব্যয় পদ

উত্তরঃ


৫.২ 'বিভক্ত কখনোই লুপ্ত হয় না -

(ক) কর্মকারকে 

(খ) করণ কারকে

 (গ) সম্বন্ধ পদে

(ঘ) কর্তৃকারকে

উত্তরঃ


৫.৩ নির্দেশকের একটি উদাহরণ হলো -

(ক) হইতে

(খ) কর্তৃক

(গ) জন্য 

(ঘ) গুলি

উত্তরঃ

৬. Home is the first School where the Child learns his first lesson. He sees, hears and begins to learn at home. It is home that builds his Character. In a good home honest and healthy men are made.

উত্তরঃ


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close