Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্নঃ সিস্টোলিথ কোথায় পাওয়া যায় -
(ক) বট
(খ) ফনিমনসা
(গ) ক্যাকটাস
(ঘ) সেগুন
উত্তরঃ (ক) বট
প্রশ্নঃ কোন্ শহরে অলকানন্দা ও ভাগীরথী নদী একত্রিত হয়ে গঙ্গা নদী হয়েছে? -
(ক) রুদ্রপ্রয়াগ
(খ) ঋষিকেশ
(গ) দেবপ্রয়াগ
(ঘ) হরিদ্বার
উত্তরঃ (গ) দেবপ্রয়াগ
প্রশ্নঃ অরন্য কী সম্পদ -
(ক) বস্তুগত সম্পদ
(খ) অপুনর্ভব সম্পদ
(গ) পুনর্ভব সম্পদ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) পুনর্ভব সম্পদ
প্রশ্নঃ মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা -
(ক) ২০ লক্ষের বেশী
(খ) ১৫ লক্ষের বেশী
(গ) ১০ লক্ষের বেশী
(ঘ) ৫ লক্ষের বেশী
উত্তরঃ (গ) ১০ লক্ষের বেশী
প্রশ্নঃ নিঃশ্বাসের সঙ্গে কোন্ গ্যাস শরীরে প্রবেশ করলে হাসির উদ্রেক হয়? -
(ক) হাইড্রোজেন
(খ) নাইট্রাস অক্সাইড
(গ) সালফার ডাই অক্সাইড
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) নাইট্রাস অক্সাইড
প্রশ্নঃ ভারতের প্রথম জলাতঙ্কমুক্ত রাজ্য হল -
(ক) গোয়া
(খ) বিহার
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) রাজস্থান
উত্তরঃ (ক) গোয়া
প্রশ্নঃ কোন্ ধাতুর আয়ন সালোকসংশ্লেষে ইলেকট্রন পরিবহণ করে -
(ক) লৌহ
(খ) কোবাল্ট
(গ) পটাসিয়াম
(ঘ) সোডিয়াম
উত্তরঃ (খ) কোবাল্ট
প্রশ্নঃ সূর্যসিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা -
(ক) ভারবি
(খ) বরাহমিহির
(গ) ব্রহ্মগুপ্ত
(ঘ) আর্যভট্ট
উত্তরঃ (ঘ) আর্যভট্ট
প্রশ্নঃ কোন্ মোঘল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন -
(ক) জাহাঙ্গীর
(খ) আকবর
(গ) হুমায়ুন
(ঘ) বাবর
উত্তরঃ (গ) হুমায়ুন
প্রশ্নঃ নেপানগর শহরটি কোন্ শিল্পের জন্য বিখ্যাত -
(ক) পাট শিল্প
(খ) কাগজ শিল্প
(গ) বয়ন শিল্প
(ঘ) কাচ শিল্প
উত্তরঃ (খ) কাগজ শিল্প
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ