Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ ভারতের রেলমন্ত্রী পদে কে নিয়ুক্ত হলেন -
(ক) ধর্মেন্দ্র প্রধান
(খ) অশ্বিনী বৈষ্ণব
(গ) পীযূষ গোয়েল
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) অশ্বিনী বৈষ্ণব
প্রশ্নঃ শিশু দেহে মোট অস্থির সংখ্যা হলো -
(ক) ৩৫০ টি
(খ) ৩২০ টি
(গ) ২৫০ টি
(ঘ) ২০৬ টি
উত্তরঃ (ক) ৩৫০ টি
প্রশ্নঃ নিম্নের কোন্ তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত? -
(ক) প্রেইরি
(খ) স্টেপিস
(গ) ভেল্ড
(ঘ) পম্পাস
উত্তরঃ (ঘ) পম্পাস
প্রশ্নঃ দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে হয়? -
(ক) ২২ শে ডিসেম্বর
(খ) ২৩ সেপ্টেম্বর
(গ) ২১ শে জুন
(ঘ) ২১ ডিসেম্বর
উত্তরঃ (ক) ২২ শে ডিসেম্বর
প্রশ্নঃ লাক্ষা দ্বীপ অবস্থিত -
(ক) প্রশান্ত মহাসাগরে
(খ) ভারত মহাসাগরে
(গ) বঙ্গোপসাগরে
(ঘ) আরব মহাসাগরে
উত্তরঃ (ঘ) আরব মহাসাগরে
প্রশ্নঃ তাপমাত্রা বৃদ্ধি করলে বায়ুতে শব্দের গতিবেগ? -
(ক) বৃদ্ধি পেয়ে হ্রাস পায়
(খ) একই থাকে
(গ) হ্রাস পায়
(ঘ) বৃদ্ধি পায়
উত্তরঃ (ঘ) বৃদ্ধি পায়
প্রশ্নঃ "স্বরাজ আমার জন্মগত অধিকার" - উক্তিটি কার? -
(ক) বাল গঙ্গাধর তিলক
(খ) অরবিন্দ ঘোষ
(গ) লাল লাজপত রায়
(ঘ) জওহর লাল নেহেরু
উত্তরঃ (ক) বাল গঙ্গাধর তিলক
প্রশ্নঃ শব্দদূষণ পরিমাপের একক হল -
(ক) ভোল্টেজ
(খ) এম মিটার
(গ) ডেসিবেল
(ঘ) ন্যানোমিটার
উত্তরঃ (গ) ডেসিবেল
প্রশ্নঃ ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? -
(ক) হেনরি ভিভিয়ান ডিরোজিও
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) চন্দ্রশেখর দেব
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
উত্তরঃ (ক) হেনরি ভিভিয়ান ডিরোজিও
প্রশ্নঃ লঘু মস্তিষ্ক ছাড়াও মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রক করে -
(ক) পা
(খ) মুখ
(গ) কান
(ঘ) নাক
উত্তরঃ (গ) কান
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ