Current Affairs / General Knowledge in Bengali Part 3
প্রশ্নঃ নিউ ইন্ডিয়া কার লেখা -
(ক) টলস্টয়
(খ) কিংডম
(গ) অ্যানি বেসান্ত
(ঘ) রাস্কিন
উত্তরঃ (গ) অ্যানি বেসান্ত
প্রশ্নঃ বাবাবুদান পর্বত কোন্ রাজ্যে অবস্থিত -
(ক) অরুণাচল প্রদেশ
(খ) কর্ণাটক
(গ) কেরালা
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (খ) কর্ণাটক
প্রশ্নঃ কংগ্রেসের কোন্ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠী মিলে যায়? -
(ক) ১৯২২ সালের, করাচী
(খ) ১৯২১ সালের, বোম্বে
(গ) ১৯২০ সালের, কলকাতা
(ঘ) ১৯১৬ সালের, লক্ষ্ণৌ
উত্তরঃ (ঘ) ১৯১৬ সালের, লক্ষ্ণৌ
প্রশ্নঃ কোন্ নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? -
(ক) নর্মদা
(খ) কাবেরী
(গ) গোদাবরী
(ঘ) কৃষ্ণা
উত্তরঃ (গ) গোদাবরী
প্রশ্নঃ মহাভাষ্য গ্রন্থটি কার লেখা -
(ক) ভারবি
(খ) পতঞ্জলি
(গ) আর্যভট্ট
(ঘ) বরাহমিহির
উত্তরঃ (খ) পতঞ্জলি
প্রশ্নঃ Geography শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? -
(ক) এরাটোস্থেনিস
(খ) কার্ল রিটার
(গ) হামবোল্ড
(ঘ) হেরোডোটাস
উত্তরঃ (ক) এরাটোস্থেনিস
প্রশ্নঃ নীচের কোন্ নদীর উপর হীরকুঁদ বাঁধ অবস্থিত -
(ক) সুবর্ণরেখা
(খ) নর্মদা
(গ) কোসি
(ঘ) মহানদী
উত্তরঃ (ঘ) মহানদী
প্রশ্নঃ লোকসভায় "জিরো-আওয়ার" - এর সর্বাধিক সময়কাল হল -
(ক) ২ ঘন্টা
(খ) ৩০ মিনিট
(গ) ৬০ মিনিট
(ঘ) অনির্দিষ্টকাল
উত্তরঃ (গ) ৬০ মিনিট
প্রশ্নঃ উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী হল -
(ক) কাবেরী
(খ) মহানদী
(গ) গোদাবরী
(ঘ) নর্মদা
উত্তরঃ (গ) গোদাবরী
প্রশ্নঃ ভারতের সবুজ বিপ্লব নীচের কোন্ ক্ষেত্রে সবচেয়ে সফল? -
(ক) চা এবং কফি উৎপাদনে
(খ) গম এবং চাল উৎপাদনে
(গ) জোয়ার এবং তৈলবীজ উৎপাদনে
(ঘ) গম এবং আলু উৎপাদনে
উত্তরঃ (খ) গম এবং চাল উৎপাদনে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ