মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ভৌতবিজ্ঞান
নবম শ্রেণি
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ নীচের যেটি পরিমাপযোগ্য ভৌতরাশি নয় সেটি হলো -
(ক) একটি ন্যাফথালিন বলের ভর
(খ) একটি ন্যাফথালিন বলের ভরবেগ
(গ) একটি ন্যাফথালিন বলের গন্ধ
(ঘ) একটি ন্যাফথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল
উত্তরঃ
১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের -
(ক) ভর সমান
(খ) প্রোটনসংখ্যা সমান
(গ) নিউট্রনসংখ্যা সমান
(ঘ) ভরসংখ্যা সমান
উত্তরঃ
১.৩ ভরবেগের মাত্রীয় সংকেত হলো -
(ক) MLT
(খ) MLT²
(গ) ML²T²
(ঘ) MLT-¹
উত্তরঃ
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :
২.১ আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি।
উত্তরঃ
২.২ একটি বস্তু R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে R cm।
উত্তরঃ
২.৩ 12C স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453u।
উত্তরঃ
৩. দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ STP - তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 g/L হলে SI এককে এই ঘনত্বের মান নির্ণয় করো।
উত্তরঃ
৩.২ একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184। পরমাণুটির ভরসংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো।
উত্তরঃ
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ একটি ট্রেন 60 km/h দ্রুতিতে চলেছিল। ব্রেক কষার ফলে 1 m/s² মন্দন সৃষ্টি হলো। ট্রেনটির থামতে কত সময় লাগবে নির্ণয় করো।
উত্তরঃ
Other Model Activity Task : Model Activity Task 2022
উত্তর কবে থেকে পাব
উত্তরমুছুনদাদা উত্তর টা তাড়াতাড়ি আপলোড করুন
উত্তরমুছুনQuickly answer plz
উত্তরমুছুনপার্ট 5 তাড়াতাড়ি আপলোড করুন
উত্তরমুছুন