Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 09-07-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 09-07-2021/ Daily Current Affairs Today Part 5

Current Affairs / General Knowledge in Bengali Part 5 


প্রশ্নঃ ইংরেজরা ভারত্র কোথায় তাদের প্রথম হ্যাটট্রিক ফ্যাক্টরি নির্মাণ করেন? -

(ক) মাদ্রাজ

(খ) সুতানুটি

(গ) সুরাট

(ঘ) বোম্বে

উত্তরঃ (গ) সুরাট


 প্রশ্নঃ কনিষ্কের উপাধি কি ছিল? -

(ক) পরমেশ্বর

(খ) দেবপুত্র

(গ) দেবনাম প্রিয়দর্শী

(ঘ) অমৃত ঘাত

উত্তরঃ (খ) দেবপুত্র


 প্রশ্নঃ বঙ্গভঙ্গের প্রস্তাব প্রথম দেন -

(ক) লর্ড মিন্টো

(খ) উইলিয়াম ওয়ার্ড

(গ) মহম্মদ আলি জিন্না

(ঘ) লর্ড কার্জন

উত্তরঃ (ঘ) লর্ড কার্জন


 প্রশ্নঃ রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন -

(ক) সংসদের মাধ্যমে

(খ) প্রধানমন্ত্রীর পরামর্শ মতো

(গ) মন্ত্রিপরিষদের সুপারিশ মতো

(ঘ) মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো

উত্তরঃ (খ) প্রধানমন্ত্রীর পরামর্শ মতো


 প্রশ্নঃ CNG - এর প্রধান উপাদান হল -

(ক) বিউটেন

(খ) ইথিলিন

(গ) মিথেন

(ঘ) কার্বন

উত্তরঃ (ক) বিউটেন


 প্রশ্নঃ নিম্নলিখিত কোন্‌ বেদ ত্যাগ ও বিবিধ ধর্মালুষ্ঠান নিয়ে আলোচনা করে? -

(ক) সামবেদ

(খ) অরহর্ব বেদ

(গ) যজুর্বেদ

(ঘ) ঋগবেদ

উত্তরঃ (গ) যজুর্বেদ


 প্রশ্নঃ কোন্‌ গিরিপথটি ভারতের বাইরে অবস্থিত -

(ক) শিপকিলা

(খ) বারা লাছা লা

(গ) বোমডিলা

(ঘ) খাইবার 

উত্তরঃ (ঘ) খাইবার 


 প্রশ্নঃ কোন্‌ বছরে সৌরভ গাঙ্গুলী ভারতের হয়ে বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন -

(ক) ১৯৯৯ সালে

(খ) ২০০৩ সালে

(গ) ২০০৭ সালে

(ঘ) ২০১১ সালে

উত্তরঃ (খ) ২০০৩ সালে


 প্রশ্নঃ পাকিস্তান প্রস্তাবতির জনক কে? -

(ক) এইচ এস সুহরাওয়াদি

(খ) মহম্মদ আলি জিন্নহ

(গ) চৌধুরী রহমত আলী

(ঘ) অসফ আলি

উত্তরঃ (গ) চৌধুরী রহমত আলী


 প্রশ্নঃ শিখ ধর্মের প্রবর্তক কে? -

(ক) গুরু নানক

(খ) কবীর

(গ) গুরু অর্জুন সিং

(ঘ) চৈতন্য দেব

উত্তরঃ (ক) গুরু নানক


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close