Current Affairs / General Knowledge in Bengali Part 4
প্রশ্নঃ সিসা দুষণের ফলে মানবদেহে যে রোগ হয় তার নাম -
(ক) ব্ল্যাক লাং
(খ) ডিসলেক্সিয়া
(গ) মিনামাটা
(ঘ) ব্ল্যাকফুটডিজিজ
উত্তরঃ (খ) ডিসলেক্সিয়া
প্রশ্নঃ তিন অঙ্কের একটি বৃহত্তম সংখ্যাকে ৬, ১২ ও ২৪ দ্বারা ভাগ করলে প্রতিবারই ২ ভাগ শেষ থাকে। সংখ্যাটি হল -
(ক) ৯৮০
(খ) ৯৮৬
(গ) ৯৮৪
(ঘ) ৯৯৯
উত্তরঃ (খ) ৯৮৬
প্রশ্নঃ ইতিহাসের "পাগলা রাজা" কাকে বলা হয়? -
(ক) বলবন
(খ) সুলতান মামুদ
(গ) মহম্মদ বিন তুঘলক
(ঘ) ঔরঙ্গজেব
উত্তরঃ (গ) মহম্মদ বিন তুঘলক
প্রশ্নঃ শিপকি লা পাস টি যে নদী উপত্যকায় অবস্থিত -
(ক) চন্দ্র উপত্যকা
(খ) শতদ্রু উপত্যকা
(গ) হুঞ্জা উপত্যকা
(ঘ) নুবরা উপত্যকা
উত্তরঃ (খ) শতদ্রু উপত্যকা
প্রশ্নঃ সৌরভ গাঙ্গুলী কত খ্রিষ্টাব্দে অর্জুন পুরস্কার জয়লাভ করেন -
(ক) ১৯৯৭ সালে
(খ) ১৯৯৮ সালে
(গ) ২০০০ সালে
(ঘ) ২০০৪ সালে
উত্তরঃ (খ) ১৯৯৮ সালে
প্রশ্নঃ কথাকলি কোন্ রাজ্যের লোকনৃত্য -
(ক) কেরল
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) তামিলনাড়ু
(ঘ) বিহার
উত্তরঃ (ক) কেরল
প্রশ্নঃ সৌরভ গাঙ্গুলীকে "অফসাইডের ভগবান" কে বলেছেন -
(ক) অনিল কুম্বলে
(খ) রাহুল দ্রাবিড়
(গ) শচীন টেন্ডুলকার
(ঘ) বীরেন্দ্র শেওবাগ
উত্তরঃ (ঘ) বীরেন্দ্র শেওবাগ
প্রশ্নঃ মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন্ মৌল ব্যবহার করা হয় -
(ক) পটাশিয়াম
(খ) ক্যালিসিয়াম
(গ) জিংক
(ঘ) ফসফরাস
উত্তরঃ (খ) ক্যালিসিয়াম
প্রশ্নঃ দিলওয়ারা মন্দির কোন্ রাজ্যে অবস্থিত? -
(ক) রাজস্থানে
(খ) মেঘালয়ে
(গ) পাঞ্জাবে
(ঘ) উত্তরপ্রদেশে
উত্তরঃ (ক) রাজস্থানে
প্রশ্নঃ তপশিলি আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি -
(ক) হিমাচল প্রদেশে
(খ) মধ্যপ্রদেশে
(গ) সিকিমে
(ঘ) অরুনাচল প্রদেশে
উত্তরঃ (খ) মধ্যপ্রদেশে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ