মডেল অ্যাক্টিভিটি টাস্ক
জীবনবিজ্ঞান
নবম শ্রেনি
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোশ দেখা যায় তা শনাক্ত করো -
(ক) নিমাটোডা
(খ) নিডারিয়া
(গ) টিনোফোরা
(ঘ) মোলাস্কা
উত্তরঃ
১.২ নীচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো -
(ক) কনড্রিক্থিস শ্রেনির অন্তর্গত প্রাণীদের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি
(খ) টেরিডোফাইটার প্রধান উদ্ভিদেহটি লিঙ্গধর
(গ) মোলাস্কা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ খন্ডিত
(ঘ) ব্যক্তবীজীর প্রধান উদ্ভিদদেহটি রেণুধর
উত্তরঃ
১.৩ যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো -
(ক) প্যারেনকাইমা কলা - কোশান্তর রন্ধ্র উপস্থিত
(খ) আবরনী কলা - ভিত্তিপর্দা উপস্থিত
(গ) স্ক্লেরেনকাইমা কলা - জীবিত কোশ উপস্থিত
(ঘ) স্নায়ুকলা - স্নায়ুকোশ এবং নিউরোগ্লিয়া উপস্থিত
উত্তরঃ
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
২.১ নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স 'হট ডাইলিউট সুপ' নামে অভিহিত করেন।
উত্তরঃ
২.২ প্রোটিস্টা জাতীয় জীবদের কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির।
উত্তরঃ
২.৩ নাইট্রোজেনযুক্ত ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত।
উত্তরঃ
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ "এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতো ছোটো ছোটো খন্ডন নিয়ে গঠিত" - পর্বটির নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ
৩.২ এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ উল্লেখ করো।
উত্তরঃ
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য নিরূপণ করো :
- উপাদান
- কাজ
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ