Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 09-07-2021/ Daily Current Affairs Today Part 3
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 09-07-2021/ Daily Current Affairs Today Part 3

Current Affairs / General Knowledge in Bengali Part 3 


প্রশ্নঃ নিম্নের কোন্‌ রাজ্যেস্থানান্তর কৃষি দেখা যায়? -

(ক) অন্ধ্রপ্রদেশ

(খ) ওড়িশা

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) আসাম

উত্তরঃ (গ) পশ্চিমবঙ্গ


 প্রশ্নঃ মুসলিম লিগ গঠন করেছিলেন -

(ক) হাকিম আজমল খান

(খ) আগা খান

(গ) মহম্মদ আলি জিন্না

(ঘ) মৌলানা আহমেদ আলী

উত্তরঃ (খ) আগা খান


 প্রশ্নঃ সরীসৃপ ও পাখির মধ্যে সূত্র হলো -

(ক) জাবা এপম্যান

(খ) প্লাটিপাস

(গ) তিমি

(ঘ) আর্কিওপটেরিক্স

উত্তরঃ (ঘ) আর্কিওপটেরিক্স


 প্রশ্নঃ নিখিল ভারত কৃষক সভা করে স্থাপিত হয়? -

(ক) ১৯২০ খ্রিষ্টাব্দে

(খ) ১৯২৭ খ্রিষ্টাব্দে

(গ) ১৯৩১ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৯৩৬ খ্রিষ্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৯৩৬ খ্রিষ্টাব্দে


 প্রশ্নঃ কোন্‌ গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? -

(ক) পৃথিবী 

(খ) মঙ্গল

(গ) শনি

(ঘ) বৃহস্পতি

উত্তরঃ (ক) পৃথিবী 


 প্রশ্নঃ "ছত্রপতি" কাঁর উপাধি? -

(ক) বালাজী বাজিরাও

(খ) শিবাজী

(গ) দ্বিতীয় বাজিরাও

(ঘ) আকরব

উত্তরঃ (খ) শিবাজী


 প্রশ্নঃ আন্না আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত - 

(ক) আমৃতসর

(খ) নাগপুর

(গ) লখনও

(ঘ) চেন্নাই

উত্তরঃ (ঘ) চেন্নাই


 প্রশ্নঃ কাকে Failed Star বলা হয়? -

(ক) নেপচুন

(খ) শুক্র

(গ) শনি

(ঘ) বৃহস্পতি

উত্তরঃ (ঘ) বৃহস্পতি


 প্রশ্নঃ উত্তল দর্পন কোথায় ব্যবহার করা হয়? -

(ক) রাডারে

(খ) সৌরচুল্লিতে

(গ) গাড়িতে

(ঘ) টর্চ লাইটে

উত্তরঃ (গ) গাড়িতে


 প্রশ্নঃ লোহিত গ্রহ কাকে বলা হয় -

(ক) পৃথিবী

(খ) বুধ

(গ) মঙ্গল

(ঘ) বৃহস্পতি

উত্তরঃ (গ) মঙ্গল


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close