Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 09-07-2021/ Daily Current Affairs Today Part 2
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 09-07-2021/ Daily Current Affairs Today Part 2

Current Affairs / General Knowledge in Bengali Part 2 


প্রশ্নঃ পিচবেল্ড কার আকরিক -

(ক) লোহা

(খ) ম্যাঙ্গানিজ

(গ) ইউরেনিয়াম

(ঘ) পারদ

উত্তরঃ (গ) ইউরেনিয়াম


 প্রশ্নঃ "খুররাম" নামে কে পরিচিত -

(ক) শাহজাহান

(খ) জাহাঙ্গির

(গ) হুমায়ুন

(ঘ) ঔরঙ্গজেব

উত্তরঃ (ক) শাহজাহান


 প্রশ্নঃ বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় -

(ক) হিমাচল প্রদেশ

(খ) লাদাখ

(গ) চন্ডিগড়

(ঘ) পোর্ট ব্লেয়ার

উত্তরঃ (ঘ) পোর্ট ব্লেয়ার


 প্রশ্নঃ অ্যাটর্নি জেনারেল কার কাছে পদত্যাগ পত্র জমা করেন -

(ক) সংসদ

(খ) প্রধানমন্ত্রী

(গ) উপরাষ্ট্রপতি

(ঘ) রাষ্ট্রপতি

উত্তরঃ (ঘ) রাষ্ট্রপতি


 প্রশ্নঃ সম্প্রতি রামনাথ কোবিন কতগুলি রাজ্যের রাজ্যপাল নিয়োগ করলেন -

(ক) সাতটি

(খ) নয়টি

(গ) আটটি

(ঘ) বারোটি

উত্তরঃ (গ) আটটি


 প্রশ্নঃ ভারতের কোথায় দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি হলো -

(ক) রাজস্থান

(খ) দিল্লী

(গ) গুজরাট

(ঘ) চন্ডিগড়

উত্তরঃ (ক) রাজস্থান


 প্রশ্নঃ ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত হল -

(ক) আরাবল্লী

(খ) বিন্ধ্যপর্বত

(গ) নীলগিরি

(ঘ) সাতপুরা

উত্তরঃ (ক) আরাবল্লী


 প্রশ্নঃ "Flipkart" - এর সদর দপ্তর কোথায় অবস্থিত - 

(ক) চেন্নাই

(খ) দিল্লী

(গ) বেঙ্গালুরু

(ঘ) আমেদাবাদ

উত্তরঃ (গ) বেঙ্গালুরু


 প্রশ্নঃ কোন্‌ প্রাণীর মধ্যে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় -

(ক) চিংড়ি

(খ) শামুক

(গ) আরশোলা

(ঘ) উপরের সবগুলিই 

উত্তরঃ (ঘ) উপরের সবগুলিই 


 প্রশ্নঃ খাজুরাহো অবস্থিত -

(ক) ওরঙ্গাবাদ

(খ) হাজারীবাগ

(গ) ভূপাল

(ঘ) চন্ডিগড়

উত্তরঃ (গ) ভূপাল


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close