মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ইতিহাস
নবম শ্রেণি
১. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(ক) ফরাসি বিপ্লিবের সময় ফ্রান্সের রাজা ছিলেন __________ (চতুর্দশ লুই/ পঞ্চদশ লুই/ ষোড়শ লুই/ নেপোলিয়ন)।
উত্তরঃ ষোড়শ লুই
(খ) 'কাঁদিদ' নামক গ্রন্থের রচনা করেছিলেন __________ (রুশো/ ভলতেয়ার/ মন্তেস্কু/ দিদেরো)।
উত্তরঃ ভলতেয়ার
(গ) ফ্রান্সের 'ভ্রান্ত অর্থনীতির যাদুঘর' বলে মন্তব্য করেছিলেন __________ (নেপোলিয়ন/ রোবসপিয়ের/ মিরাবো/ অ্যাডাম স্মিথ)।
উত্তরঃ অ্যাডাম স্মিথ
২. ক - স্তম্ভের সাথে খ - স্তম্ভ মেলাও :
ক - স্তম্ভ |
খ - স্তম্ভ |
রবোসপিয়ের |
ইংরেজ সেনাপতি |
ডিউক অব ওয়েলিংটন |
রুশ সেনাপতি |
কুটজফ |
সন্ত্রাসের শাসন |
উত্তরঃ
৩. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) কারা 'ইনটেনডেন্ট' নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ বিপ্লবের আগে একশ্রেণির কর্মচারী ফ্রান্সের প্রদেশগুলির প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্ম পরিচালনার দায়িত্বব পালন করত। এই কর্মচারীরা "ইনটেনডেন্ট" নামে পরিচিত ছিল। এরা ছিল অত্যন্ত দুর্ণীতিগ্রস্থ।
(খ) 'লিজিয়ন অব অনার' কী?
উত্তরঃ ফরাসি সম্রাট নেপোলিয়ান রাজকর্মচারীদের উৎসাহিত করার উদ্দেশ্যে দক্ষ কর্মচারীদের একটি বিশেষ রাষ্ট্রিয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মান "লিজিয়ন অব অনার" নামে খ্যাত।
(গ) 'অর্ডারস ইন কাউন্সিল' কী?
উত্তরঃ ইংল্যান্ড কর্তৃক ঘোষিত "অর্ডারস ইন কাউনন্সিল" এর ঘোষনায় বলা হয় যে - (১) ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বন্দরে অন্য কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না। ঢুকলে এই জাহাজ ও তার মালপত্র বাজেয়াপ্ত করা হবে। (২) কোনো নিরপেক্ষ দেশ ফ্রান্স ও তার মিত্র কোনো দেশের বন্দরে একান্তই জাহাজ পাঠাতে চাইলে সেই জাহাজকে যথার্থ ফি দিয়ে ইংল্যান্ডের কাজ থেকে লাইসেন্স বা আগাম অনুমতি নিতে হবে।
৪. সাত বা আটটি বাক্যে উত্তর দাও :
'কোড নেপোলিয়ন' বিষয়ে একটি টীকা লেখো।
উত্তরঃ নেপোলিয়ানের সর্বাপেক্ষা গৌরবময় কি কি হলো কোড নেপোলিয়ন প্রবর্তন।
কোড নেপোলিয়ন :
(১) আইন সমূহ রচনা : নেপোলিয়ন এর উদ্যোগে গঠিত কমিশন ১৮০৪ খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইন সমূহ রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত।
(২) আইন সমূহের শ্রেণীবিভাগ : কোড নেপোলিয়ন এর মোট ২২৮৭ টি আইন ছিল। এর আইন গুলি মূলত তিন ভাগে বিভক্ত ছিল, যথা - (ক) দেওয়ানী আইন
(খ) ফৌজদারি আইন
(গ) বাণিজ্যিক আইন
(৩) বৈশিষ্ট্য : কোড নেপোলিয়ন এর দ্বারা - (ক) আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়।
(খ) সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো হয়।
(গ) যোগ্যতার ভিত্তিতেই সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়।
(ঘ) ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেয়া হয়।
(ঙ) সম্পত্তির অধিকার কে স্বীকৃতি দেয়া হয়।
(চ) ধর্মীয় সহনশীলতা নীতি গ্রহণ করা হয়।
(ছ) অপরাধের শাস্তি হিসাবে জরিমানা-কারাদণ্ড সম্পত্তি বাজেয়াপ্ত মৃত্যুদণ্ডপ্র ব্যবস্থা করা হয়।
(৪) ত্রুটি : কোড নেপোলিয়ন এর বিভিন্ন ত্রুটি ছিল। যেমন -
(ক) প্রতি সমাজের নারীর মর্যাদা হাস করা হয়।
(খ) স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
(গ) পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয়।
(ঘ) শ্রমিক শ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়।
Other Model Activity Task : Model Activity Task 2022
Answer guli please taratari send korun
উত্তরমুছুনউত্তর
উত্তরমুছুনউত্তর
উত্তরমুছুনAnswer guli please taratrai send korun
উত্তরমুছুনথ্যাংকস
উত্তরমুছুন