Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্ন ঃ কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম হল -
(ক) পন্ডিচেরী
(খ) চন্ডীগড়
(গ) দমগ ও দিউ
(ঘ) লাক্ষাদ্বীপ
উত্তরঃ (ঘ) লাক্ষাদ্বীপ
প্রশ্ন ঃ ভারতের পর্বতের রানী বলা হয় -
(ক) মৌসুরী
(খ) নেতারহাট
(গ) নীলগিরি
(ঘ) সান্দাকফু
উত্তরঃ (ক) মৌসুরী
প্রশ্ন ঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শপথ বাক্য পাঠ করান -
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) রাজ্যপাল
(ঘ) মুখ্যমন্ত্রী
উত্তরঃ (খ) প্রধানমন্ত্রী
প্রশ্ন ঃ দ্বীপ মহাদেশ বলা হয় -
(ক) কানাডা
(খ) নিউজিল্যান্ড
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) ফিনল্যান্ড
উত্তরঃ (গ) অস্ট্রেলিয়া
প্রশ্ন ঃ ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয়? -
(ক) স্থলপথকে
(খ) আকাশপথকে
(গ) জলপথকে
(ঘ) রেলপথকে
উত্তরঃ (ঘ) রেলপথকে
প্রশ্ন ঃ ঝুলন্ত বাগান কোথায় অবস্থিত -
(ক) চেন্নাই
(খ) মুম্বাই
(গ) আন্দামান
(ঘ) নিউ দিল্লী
উত্তরঃ (খ) মুম্বাই
প্রশ্ন ঃ ভারতের পূর্বের রত্ন -
(ক) অরুণাচল প্রদেশ
(খ) মনিপুর
(গ) বিহার
(ঘ) মেঘালয়
উত্তরঃ (খ) মনিপুর
প্রশ্ন ঃ ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে? -
(ক) সুচেতা কৃপালিনি
(খ) বিজয় লক্ষ্মী পন্ডিত
(গ) সরোজিনী নাইডু
(ঘ) উপরের কেউ নন
উত্তরঃ (গ) সরোজিনী নাইডু
প্রশ্ন ঃ পৃথিবীর সবচেয়ে ছোটো ফুলের নাম কি? -
(ক) কমলেশ
(খ) উলফিয়া
(গ) ডালিয়া
(ঘ) টিউলিপ
উত্তরঃ (খ) উলফিয়া
প্রশ্ন ঃ আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ -
(ক) জাপান
(খ) আমেরিকা
(গ) রাশিয়া
(ঘ) চীন
উত্তরঃ (গ) রাশিয়া
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ