Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্নঃ ভারতের ক্রীড়া ক্ষেত্রে সর্বাধিক সম্মান কোন্টি -
(ক) ভারতরত্ন
(খ) দ্রোণাচার্য
(গ) রাজীব গান্ধী খেলরত্ন
(ঘ) অর্জুন
উত্তরঃ (গ) রাজীব গান্ধী খেলরত্ন
প্রশ্নঃ কোন্ উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয়? -
(ক) ওনাম
(খ) রঙ্গলীবহু
(গ) নববর্ষ
(ঘ) পোঙ্গল
উত্তরঃ (ক) ওনাম
প্রশ্নঃ ওজনের পরিমাণে মানব দেহের শতকরা কতটা জল? -
(ক) ১০%
(খ) ৩৩ %
(গ) ৫০%
(ঘ) ৬৬%
উত্তরঃ (ঘ) ৬৬%
প্রশ্নঃ নৌটংকি কোন্ রাজ্যের লোকনৃত্য? -
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) উত্তরপ্রদেশ
(গ) রাজস্থান
(ঘ) বিহার
উত্তরঃ (খ) উত্তরপ্রদেশ
প্রশ্নঃ দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ -
(ক) গডউইন অস্টিন
(খ) গুরুশিখর
(গ) আনাইমুদি
(ঘ) দোদাবেতা
উত্তরঃ (গ) আনাইমুদি
প্রশ্নঃ বিশ্বের প্রথম প্লাটিপাস অভয়ারণ্য গড়ে উঠেছে কোথায়? -
(ক) চীন
(খ) অস্ট্রেলিয়া
(গ) জাপান
(ঘ) ভারত
উত্তরঃ (খ) অস্ট্রেলিয়া
প্রশ্নঃ বিন্ধ অধিপতি কার উপাধি ছিল -
(ক) মহাপদ্মনন্দ
(খ) হর্ষবর্ধন
(গ) গৌতমীপুত্র সাতকর্ণী
(ঘ) গৌতমি বলর্শী
উত্তরঃ (গ) গৌতমীপুত্র সাতকর্ণী
প্রশ্নঃ কৃষ্ণনগর শহর কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) চূর্ণী
(খ) গঙ্গা
(গ) জলঙ্গী নদী
(ঘ) হুগলী
উত্তরঃ (গ) জলঙ্গী নদী
প্রশ্নঃ BCG - টিকা কোন্ রোগের প্রতিষেধক? -
(ক) যক্ষা
(খ) পোলিও
(গ) নিউমোনিয়া
(ঘ) এমফিসিমা
উত্তরঃ (ক) যক্ষা
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্যে মহীসোপানের পরিমান সর্বাধিক -
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) কর্ণাটক
(গ) গুজরাট
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (ঘ) তামিলনাড়ু
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ