Current Affairs / General Knowledge in Bengali Part 7
প্রশ্নঃ কোন্ দুটি দেশের মধ্যে শতবর্ষের যুদ্ধ চলছিল -
(ক) জার্মানি - ফ্রান্স
(খ) ইংল্যান্ড - ফ্রান্স
(গ) আমেরিকা - জাপান
(ঘ) জার্মানি - ইংল্যান্ড
উত্তরঃ (খ) ইংল্যান্ড - ফ্রান্স
প্রশ্নঃ পান্নালাল ঘোষ কোন্ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? -
(ক) সেতার
(খ) বাঁশি
(গ) সন্তুর
(ঘ) তবলা
উত্তরঃ (খ) বাঁশি
প্রশ্নঃ দাবোলিম বিমানবন্দর ভারতের কোন্ রাজ্যে অবস্থিত -
(ক) মধ্যপ্রদেশ
(খ) ছত্রিশগড়
(গ) গোয়া
(ঘ) রাঁচি
উত্তরঃ (গ) গোয়া
প্রশ্নঃ ভুজ বিমানবন্দর ভারতের কোন্ রাজ্যে অবস্থিত -
(ক) মধ্যপ্রদেশ
(খ) গুজরাট
(গ) গোয়া
(ঘ) রাঁচি
উত্তরঃ (খ) গুজরাট
প্রশ্নঃ বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে? -
(ক) সত্যেন্দ্রনাথ বসু
(খ) জ্ঞান চন্দ্র ঘোষ
(গ) প্রফুল্ল চন্দ্র রায়
(ঘ) জগদীশ চন্দ্র বসু
উত্তরঃ (গ) প্রফুল্ল চন্দ্র রায়
প্রশ্নঃ পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার মধ্যে প্রধান পার্থক্য হল -
(ক) উপকূলের সান্নিধ্যতায়
(খ) ধারাবাহিকতায়
(গ) উদ্ভিদ
(ঘ) উচ্চতায়
উত্তরঃ (খ) ধারাবাহিকতায়
প্রশ্নঃ বিন্ধ্য এক প্রকারের -
(ক) সাতপুরা পর্বত
(খ) আগ্নেয় পর্বত
(গ) ভাঁজ পর্বত
(ঘ) স্তুপ পর্বত
উত্তরঃ (ঘ) স্তুপ পর্বত
প্রশ্নঃ ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? -
(ক) চাঁদাবন
(খ) বাদাবন
(গ) খেদাবন
(ঘ) কাদাবন
উত্তরঃ (খ) বাদাবন
প্রশ্নঃ কোন্ গ্রহের ঘনত্ব সবচেয়ে কম -
(ক) পৃথিবী
(খ) মঙ্গল
(গ) শনি
(ঘ) বৃহস্পতি
উত্তরঃ (গ) শনি
প্রশ্নঃ নীচের কোন্টি মৌলিক কার্বনের উদাহরণ -
(ক) চুন
(খ) তামা
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) হীরা
উত্তরঃ (ঘ) হীরা
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ