মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
দ্বিতীয় শ্রেণি
স্বাস্থ্য ও শারীরশিক্ষার পাঠ্যবই অনুসারে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন ছবি দেখে মনীষীদের চেনো
১. মনীষীদের ছবির সঙ্গে নাম মেলাও ঃ
উত্তরঃ
২। ছবিতে রং করো এবং ছবিটি বর্ণনা করো
উত্তরঃ আমরা সকলেই জানি - "একটি গাছ অনেক প্রাণ"। পরিবেশ থেকে আমরা যে অক্সিজিনে নিচ্ছি তার এক মাত্র উৎস হল এই গাছ। তাছাড়া গাছ থেকে আমরা বিভিন্ন উপকারী ঔষধ, ফুল, ফুল ইত্যাদি পেয়ে থাকি। তাই আমাদের সকলের উচিত আমাদের আশেপাশে বা নানাদিকে গাছ লাগানো উচিত এবং তাদের দেখা শোনা করা উচিত।
বিঃ দ্রঃ - তোমারা উপরের ছবিটিকে নিজেরাই ইচ্ছে মতো রং করে নেও।
৩। ছবিতে রং করো এবং ছবিটি বর্ণনা করো।
উত্তরঃ মানুষ সামাজিক প্রাণী। সমাজে বেঁচে থাকতে হলে বা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গেলে আমাদের চারপাশের জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে হবে। এই জীববৈচিত্র্যের অন্যতম্য প্রধান একটি প্রানী হল কুকুর। কুকুর মানুষের খুব ভালো বন্ধু হতে পারে। শুধুমাত্র তাদের একটু খেয়াল রাখলে , যেমন ধরো আমাদের বাড়ির রারতি খাবার ফেলে না দিয়ে তাদের খেতে দেওয়া। তবে আমাদের স্বার্থ ছাড়াও আমাদের চারপাশের পরিবেশের খেয়াল রাখাটা আমাদেরই কর্তব্য।
বিঃ দ্রঃ - তোমারা উপরের ছবিটিকে নিজেরাই ইচ্ছে মতো রং করে নেও।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ