LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 06-07-2021/ Daily Current Affairs Today Part 1
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 06-07-2021/ Daily Current Affairs Today Part 1

 Current Affairs / General Knowledge in Bengali Part 1


প্রশ্ন : কোন রোগের অপর নাম বিগ সি -

(ক) ক্যান্সার
(খ) কালাজ্বর
(গ) এজমা
(ঘ) এডস
উত্তর : (ক) ক্যান্সার

প্রশ্ন : নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন -
(ক) হর্ষবর্ধন
(খ) কনিষ্ক
(গ) বিক্রমাদিত্য
(ঘ) সমুদ্র গুপ্ত
উত্তর : (ক) হর্ষবর্ধন

প্রশ্ন : জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড ১৯১৯ সালে কত তারিখে হয়? -
(ক) ১৩ এপ্রিল
(খ) ১৬ জুন
(গ) ২৭ আগস্ট
(ঘ) ১৯ অক্টোবর
উত্তর : (ক) ১৩ এপ্রিল

প্রশ্ন : কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করতে পারেন -
(ক) সংসদ
(খ) প্রধানমন্ত্রী
(গ) রাষ্ট্রপতি
(ঘ) প্রধান বিচারপতি
উত্তর : (গ) রাষ্ট্রপতি

প্রশ্ন : অযৌন জনন সম্পন্ন করে একটি প্রাণী হল -
(ক) কেঁচো
(খ) পাখি
(গ) অ্যামিবা
(ঘ) ব্যাং
উত্তর : (গ) অ্যামিবা

প্রশ্ন : পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য কত কিমি?
(ক) ২৯৩৩ কিমি
(খ) ৪০৯৬ কিমি
(গ) ২২৭২ কিমি
(ঘ) ৩৩২৩ কিমি
উত্তর : (গ) ২২৭২ কিমি

প্রশ্ন : জিরো আওয়ারে আলোচিত বিষয়বস্তু হলো -
(ক) স্বরাষ্ট্র সংক্রান্ত
(খ) অর্থনীতি সংক্রান্ত
(গ) প্রতিরক্ষা সংক্রান্ত
(ঘ) বিবিধ
উত্তর : (ঘ) বিবিধ

প্রশ্ন : পেঞ্চ বাঘ্র্য প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত -
(ক) গুজরাট
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) তামিলনাড়ু
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তর : (ঘ) মধ্যপ্রদেশ

প্রশ্ন : ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন -
(ক) ভি ভি গিরি
(খ) ডক্টর জাকির হোসেন
(গ) বি ডি জাত্তি
(ঘ) ডক্টর এপিজে আব্দুল কলাম
উত্তর : (ক) ভি ভি গিরি

প্রশ্ন : হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন -
(ক) মতিলাল নেহেরু
(খ) আবুল কালাম আজাদ
(গ) মোহনদাস করমচাঁদ গান্ধী
(ঘ) বালগঙ্গাধর তিলক
উত্তর : (গ) মোহনদাস করমচাঁদ গান্ধী

আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close