Current Affairs / General Knowledge in Bengali Part 2
প্রশ্ন : ভারতের অর্থ বিল নির্ধারণ কে করেন -
(ক) রাষ্ট্রপতি
(খ) উপরাষ্ট্রপতি
(গ) স্পিকার
(ঘ) রাজ্যপাল
উত্তর : (গ) স্পিকার
প্রশ্ন : কোন বর্ণের আলোর উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া টি প্রায় বন্ধ হয়ে যায় -
(ক) হলুদ
(খ) সবুজ
(গ) নীল
(ঘ) লাল
উত্তর : (খ) সবুজ
প্রশ্ন : জাতীয় কংগ্রেসকে বাঙালির সংগঠন বা বাবু শ্রেনীর সংগঠন বলেছেন -
(ক) লর্ড ডাফরিন
(খ) অশ্বিনীকুমার দত্ত
(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(ঘ) অনিল শীল
উত্তর : (খ) অশ্বিনীকুমার দত্ত
প্রশ্ন : আন্তর্জাতীক যোগা দিবস কবে পালিত হয় -
(ক) ১৯ জুন
(খ) ২১ জুন
(গ) ২৩ জুন
(ঘ) ২৫ জুন
উত্তর : (খ) ২১ জুন
প্রশ্ন : নিচে লেখার মধ্যে কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় -
(ক) খনিজ লবণ
(খ) জল
(গ) শর্করা
(ঘ) ফ্যাট
উত্তর : (গ) শর্করা
প্রশ্ন : গাড়ি চালকের রক্তে অ্যালকোহলের মাত্রা জানার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তা হল -
(ক) সোডালাইজার
(খ) ব্রেথালাইজার
(গ) রোডসাইড
(ঘ) ব্রেড সাইট
উত্তর : (খ) ব্রেথালাইজার
প্রশ্ন : ভারতের জাতীয় পতাকা উত্তোলনের সময় সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক -
(ক) পতাকা মধ্যরাত্রে উত্তোলন করা উচিত
(খ) পতাকা যেকোনো সময় উত্তোলন করা যায়
(গ) পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলন করা যায়
(ঘ) দুপুর বারোটার সময় পতাকা উত্তোলন করা উচিত
উত্তর : (গ) পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলন করা যায়
প্রশ্ন : ভারতে কত বছর পর পর অর্থ কমিশন গঠিত হয় -
(ক) দুই বছর পর পর
(খ) তিন বছর পর পর
(গ) চার বছর পর পর
(ঘ) পাঁচ বছর পর পর
উত্তর : (ঘ) পাঁচ বছর পর পর
প্রশ্ন : শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত -
(ক) হাওড়ায়
(খ) বর্ধমানে
(গ) বীরভূমে
(ঘ) নদিয়ায়
উত্তর : (গ) বীরভূমে
প্রশ্ন : কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল -
(ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ