মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দ্বিতীয় শ্রেণি
ABILITY IN PROBLEM SOLVING
১. নীচের প্রশ্নের উত্তর বাক্যে লেখো :
এক যে ছিল মোটা কেঁদো বাঘ,
গায় তার কালো কালো দাগ।
বেহারাকে খেতে ঘরে ঢুকে
আয়নাটা পড়েছে সম্মুখে।
একছুটে পালালো বেহারা,
গাঁ-গাঁ করে ডেকে ওঠে রাগে,
দেহ কেন ভরা কালো দাগে?
- বাঘের কাছে তার দেহ কেন পছন্দ হয়নি বলে তোমার মনে হয়?
উত্তরঃ বাঘটা ছিল মোটা কেঁদো এবং তার গায়ে কালো কালো দাগ ছিল। তাই বেহারাকে খেতে গিয়ে যখন আয়নায় বাঘ যখন নিজের চেহারা দেখে তখন সে কালো দাগে ভরা চেহারাকে পছন্দ করেনি।
২. শূন্যস্থানে যুক্তব্যঞ্জন বসিয়ে শব্দ গঠন করো ও তা দিয়ে বাক্য রচনা করো :
২.১) বৃ__ : __________________________________।
উত্তরঃ বৃষ্টি : বর্ষাকালে প্রচন্ড বৃষ্টিতে চারিদিকে জলে নিমজ্জিত থাকে।
২.২) ___ মুখী : _________________________________।
উত্তরঃ সূর্যমুখী : সুর্যমুখী একধরনের একবর্ষী ফুলগাছ।
২.৩) সমৃ __ শালী : ______________________________।
উত্তর ঃ সমৃদ্ধশালী : সৎ ব্যাক্তি সবসময় বিভিন্ন গুণে সমৃদ্ধশালী হয়।
২.৪) অ ___ কার : _______________________________।
উত্তরঃ অন্ধকার : সন্ধ্যা হলেই চারিদিকে অন্ধকার নেমে আসে।
৩. Rewrite the sentences using capital letters :
Soumita and priyanka are friends. They read in class II. They live in howrah. Their school is beside the hooghly river. Every sunday they play together.
Answer : Soumita and Priyanka are friends. They read in class II. They live in Howrah. Their school is beside the Hooghly river. Every Sunday they play together.
৪. সমাধান করো :
৪.১ উৎসবে একটি বাড়িতে ৩৫টি আলো লাগানো হয়েছে এবং অন্য একটি বাড়িতে ৪৮টি আলো লাগানো হয়েছে। দুটি বাড়ি মিলিয়ে মোট কত আলো লাগানো হয়েছে?
উত্তরঃ প্রথম বাড়িতে আলো লাগানো হয়েছে ৩৫ টি।
আর, দ্বিতীয় বাড়িতে আলো লাগানো হয়েছে ৪৮ টি।
অতএব, দুটি বাড়ি মিলিয়ে মোট আলো লাগানো হয়েছে = (৩৫ + ৪৮) টি = ৮৩ টি।
৪.২ লালু বাজারে গিয়ে ৪ ডজন কলা কিনেছে। ১ ডজনে ১২টি কলা থাকলে, লালু মোট কতগুলি কলা কিনেছে?
উত্তরঃ লালু বাজারে গিয়ে ৪ ডজন কলা কিনেছে।
১ ডজনে ১২ টি কলা হলে,
লালু মোট কলা কিনেছে = ১২ × ৪ = ৪৮ টি।
৪.৩ রাজিয়া ১৫ টি চারাগাছ লাগিয়েছে। তার মধ্যে ১৮ টি চারাগাছ বেঁচে আছে। তাহলে কতগুলি চারাগাছ বেঁচে নেই?
উত্তরঃ
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ