Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 5-07-2021/ Daily Current Affairs Today Part 7
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 5-07-2021/ Daily Current Affairs Today Part 7

Current Affairs / General Knowledge in Bengali Part 7 


প্রশ্ন : সূর্য উদয়ের দেশ কাকে বলা হয় -

(ক) চীন
(খ) আমেরিকা
(গ) ভারত
(ঘ) জাপান
উত্তর : (ঘ) জাপান

প্রশ্ন : উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন -
(ক) বার্থোলোমিউ দিয়াজ
(খ) ভাস্কো-ডা-গামা
(গ) কলম্বাস
(ঘ) ম্যাগেলান
উত্তর : (ক) বার্থোলোমিউ দিয়াজ

প্রশ্ন : আমলকিতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে -
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন সি
(গ) ভিটামিন ই
(ঘ) ভিটামিন কে
উত্তর : (খ) ভিটামিন সি

প্রশ্ন : আরাবল্লী হলো একটি পুরনো -
(ক) ভঙ্গিল পর্বত
(খ) আগনিয় গিরি
(গ) সমপ্রায় ভূমি
(ঘ) ব্যবচ্ছিন্ন মালভূমি
উত্তর : (ক) ভঙ্গিল পর্বত

প্রশ্ন : ভারতের দীর্ঘতম বাঁধ কোন নদীর উপর অবস্থিত -
(ক) ইন্দ্রাবতী নদী
(খ) ভাগীরথী নদী
(গ) শতদ্রু নদী
(ঘ) মহানদী
উত্তর : (ঘ) মহানদী

প্রশ্ন : ভারতীয় নৌসেনার অপারেশনের ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন -
(ক) মনোজ সিং
(খ) পরম বীর সিং
(গ) রাজেশ পেন্ধারকার
(ঘ) রাকেশ ধানোয়া
উত্তর : (ঘ) রাকেশ ধানোয়া

প্রশ্ন : কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন থাকে না -
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) কার্বন
উত্তর : (খ) হাইড্রোজেন

প্রশ্ন : পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা হলো -
(ক) আগ্নেয় শিলা
(খ) পাললিক শিলা
(গ) রূপান্তরিত শিলা
(ঘ) স্তরীভূত শিলা
উত্তর : (ক) আগ্নেয় শিলা

প্রশ্ন : রাজীব গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল -
(ক) ১৯৯১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৪ খ্রিস্টাব্দে
উত্তর : (ক) ১৯৯১ খ্রিস্টাব্দে

প্রশ্ন : কলা রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত -
(ক) গুজরাট
(খ) রাজমুন্ডি
(গ) দেরাদুন
(ঘ) তিরুচি
উত্তর : (ঘ) তিরুচি

আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close