Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্ন : উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে নিচের কোন হরমোনটি -
(ক) জিব্বেরেলিন(খ) অক্সিন
(গ) কাইনিন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (খ) অক্সিন
প্রশ্ন : শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত -
(ক) কাবেরী
(খ) কৃষ্ণা
(গ) গঙ্গা
(ঘ) নর্মদা
উত্তর : (ক) কাবেরী
প্রশ্ন : বাজারে বিক্রির চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি থাকে -
(ক) হাইড্রোজেন
(খ) হিলিয়াম
(গ) কার্বন ডাই অক্সাইড
(ঘ) নাইট্রোজেন
উত্তর : (ঘ) নাইট্রোজেন
প্রশ্ন : আমেরিকার জাতীয় খেলা কোনটি -
(ক) হকি
(খ) ক্রিকেট
(গ) বেসবল
(ঘ) বডি বিল্ডিং
উত্তর : (গ) বেসবল
প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোন জেলায় পাঞ্চেত পাহাড় অবস্থিত -
(ক) বাঁকুড়া
(খ) বীরভূম
(গ) ঝারগ্রাম
(ঘ) পুরুলিয়া
উত্তর : (ঘ) পুরুলিয়া
প্রশ্ন : চলন্ত বাসে স্থির অবস্থায় বসে থাকার কারণ কি -
(ক) বল
(খ) ত্বরণ
(গ) স্থিতি জড়তা
(ঘ) গতি জড়তা
উত্তর : (গ) স্থিতি জড়তা
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস এর নাম হলো -
(ক) বউ ঠাকুরানীর হাট
(খ) নৌকাডুবি
(গ) করুণা
(ঘ) রাজর্ষি
উত্তর : (ক) বউ ঠাকুরানীর হাট
প্রশ্ন : কোন বর্ণের আলোর বেগ শূন্য মাধ্যমে বেশি -
(ক) লাল বর্ণের
(খ) নীল বর্ণের
(গ) হলুদ বর্ণের
(ঘ) উপরের সব কটি
উত্তর : (ঘ) উপরের সব কটি
প্রশ্ন : একটি অতিমাত্রিক মৌলের উদাহরণ হল -
(ক) সালফার
(খ) ম্যাঙ্গানিজ
(গ) দস্তা
(ঘ) তামা
উত্তর : (খ) ম্যাঙ্গানিজ
প্রশ্ন : কনৌজের যুদ্ধ শুরু হয়েছিল -
(ক) ১৫২৮ খ্রিস্টাব্দে
(খ) ১৫২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৫৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৩১ খ্রিস্টাব্দে
উত্তর : (খ) ১৫২৯ খ্রিস্টাব্দে
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ