মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দ্বাদশ শ্রেণি
জীববিদ্যা (Biological Sciences)
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. কোরকোদ্গম কী? খন্ডীভবন দেখা যায় এমন দুটি জীবের নাম লেখো।
উত্তরঃ জনিতৃ দেহ থেকে উৎপন্ন কোরক বা বাড থেকে বংশবিস্তারকে কোরকোদ্গম বা বাডিং বলে। যেমন - চ্যাপ্টা কৃমি, স্পঞ্জ ইত্যাদি।
খন্ডীভবন দেখা যায় এমন দুটি জীবের নাম হল - মিউকর নামক ছত্রাক, স্পাইরোগাইরা নামক শৈবাল।
২. অ্যামনিওসেন্টিসিসের প্রয়োজনীয়তা উল্লেখ করো। IUD কী?
উত্তরঃ অ্যামনিওসেন্টিসিসের প্রয়োজনীয়তাগুলি হল -
(১) ভ্রূনকোশের ক্রোমোজোম সংখ্যা, আকার পর্যবেক্ষণ করে ভ্রূনের কোনো জিনগত ত্রুটি আছে কিনা জানা যায়।
(২) বিশেষ করে ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, টার্নার সিনড্রোম এবং শিশুদের ক্ষেত্রে রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম ইত্যাদি নির্ধারন করা যায়।
(৩) এইসব ক্ষেত্রে ভ্রূনের গর্ভাপাত ঘটানো যেতে পারে।
(৪) এছাড়াও ভ্রূনের লিঙ্গ নির্ধারন করে ভ্রূনটি পুত্র না কন্যা তাও নির্বাচন করা যায়।
IUD : Intra Uterine Devices বা IUD হল প্ল্যাস্টিক বা ধাতুর তৈরি S বা T আকৃতির গঠন বিশেষ, যা যোনিপথ মাধ্যমে জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়।
৩. চিহ্নিত চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি এবং পরিস্ফুরণ সংক্ষেপে বর্ণনা করো। গাইটোনোগ্যামি কী?
উত্তরঃ স্ত্রীরেনু হল স্ত্রীলিঙ্গ ধরের প্রথম কোশ, কার্যকারী স্ত্রীরেনুটি ট্যাপেটাস ো ভ্রূনপোষক কলা থেকে পুষ্টি সংগ্রহ করে আয়তনে বৃদ্ধি পেতে থাকে এবং শেষপর্যন্ত স্ত্রীলিঙ্গধর বা ভ্রূনস্থলীতে পরিনত হয়। প্রথম অবস্থায় ভ্রূনস্থলীতে একটি নিউক্লিয়াস থাকে এবং বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে পরপর তিনবার বিভাজিত হয়ে আটটি নিউক্লিয়াস বিশিষ্ট হয়।
ভ্রূনস্থলীর মধ্যেকার ওই ৮টি নিউক্লিয়াসের মধ্যে ৪টি ডিম্বাকারন্ধ্রের দিকে এবং অপর ৪টি ডিম্বকমূলের দিকে সাজানো থাকে। যথাক্রমে ডিম্বাকরন্দ্রীয় বা ডিম্বকমূলীয় নিউক্লিয়াস চতুষ্টয় থেকে একটি করে নিউক্লিয়াস ভ্রূনস্থলীর কেন্দের এসে একজোড়া মেরু নিউক্লিয়াসই গঠন করে। পরবর্তী পর্যায়ে দুটি একসঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড নির্নীত নিউক্লিয়াস গঠন করে, ভ্রূনস্থলীর ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থিত ৩টি নিউক্লিয়াস একসঙ্গে গর্ভযন্ত্র বলে। এই গর্ভযন্ত্রের মাঝেরটা অপেক্ষাকৃত বড়ো অর্থাৎ ডিম্বানু ো উভয়পাশে সহকারী কোশ থাকে ও অপরদিকে ৩টি প্রতিপাদ কোশসমষ্টি থাকে। এই ধরনের ভ্রূনস্থলীর পরস্ফূটনকে মনোস্পোরিক বলা হয়। কারন এক্ষেত্রে ৪টি স্ত্রীরেনুর মধ্যে একটিমাত্র সক্রিয় ও কার্যকারী স্ত্রীরেনু কেবলমাত্র স্ত্রীলিঙ্গধর বা ভ্রূনস্থলী গঠনে অংশগ্রহন করে।
গাইটোনোগ্যামী ঃ একই গাছের দুটি ফুলের মধ্যে যে পরাগযোগ ঘটে তাকে গাইটোনোগ্যামী বলে। যেমন - কলা।
৪. চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। ZIFT কী?
উত্তরঃ
জনন কলা ঃ এটি ডিম্বাশায়ের সর্বাপেক্ষা বাইরের স্তর। এটি পেরিটোনিয়াম বা উদরাবরক ঝিল্লির সঙ্গে সংযুক্ত থাকে। জননকলা একটিমাত্র ঘনতলীয় কোশস্তর নিয়ে গঠিত। এই কলা আদি ডিম্বথলির উৎপত্তি ঘটে।
শ্বেত আবরক ঃ এটি জনন কলার পরবর্তী স্তর। এটি সাধারনত অম্লাসক্ত শ্বেততন্তু দিয়ে গঠিত। এই অংশে ডিম্বথলি থাকে না।
স্ট্রোমা বা ধাত্র ঃ এটি সংযোগ কলার জালক দিয়ে গঠিত। এই কলা শ্বেত আবরকের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। এই কলায় রক্তনালী, স্নায়ু, লসিকা, দু-মুখ ছুঁচোলো পেশি ও অনৈচ্ছিক পেশি থাকে।
ডিম্বথলি ঃ সদ্য সৃষ্ট ডিম্বথলিকে আদি ডিম্বথলি বলে। এই ডিম্বথলির সংখ্যা সবচেয়ে বেশি। এই ডিম্বথলির সংখ্যা সবচেয়ে বেশি। নবজাতক এদের সংখ্যা প্রায় ৩ লক্ষ থেকে ৫ লক্ষ। বয়ঃসন্ধিতে এদের সংখ্যা ৬০ হাজার থেকে ৮০ হাজার হয়। FSH - এর প্রভাবে আদি ডিম্বথলি বৃদ্ধি ঘটিয়ে প্রাথমিক ডিম্বথলি, গৌন ডিম্বথলি ও প্রগৌন ডিম্বথলি গঠিত হয়। আদি ডিম্বথলি ও আদি ডিম্বকোশ আয়তনে বৃদ্ধি পরিনত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল গঠন করে ।
করপাস লিউটিয়াম ঃ পরিনত ডিম্বথলি থেকে ডিম্বানু বেরিয়ে যাওয়া পর বিদীর্ন ডিম্বথলি করপাস লিউটিয়াম বা পীতগ্রন্থিতে রূপান্তরিত হয়। এটি প্রধানত বৃহদাকার শাঙ্কর কোশপুঞ্জ নিয়ে গঠিত।
আন্তরকোশ ঃ ডিম্বাশয়ের স্ট্রেমায় একধরনের বহুতলীয় কোশ সমাবেশ লক্ষ করা যায়, এদের আন্তরকোশ বলে। আন্তরকোশে চর্বিদানার প্রাচুর্য লক্ষ করা যায়।
ZIFT : ১৯৮৬ সালে বিজ্ঞানী Devroey দেহের বাইরে নিষেক ঘটিয়ে নিষিক্ত ডিম্বানু তথা জাইগোটটিকে ল্যাপরোস্কোপির সাহায্যে ফ্যালোপিয়ান নালিতে প্রতিস্থাপন করেন। এই পদ্ধতিটিকে ZIFT বলা হয়।
Other Model Activity Task : Model Activity Task 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ