Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 08-07-2021/ Daily Current Affairs Today Part 5
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 08-07-2021/ Daily Current Affairs Today Part 5

Current Affairs / General Knowledge in Bengali Part 5 


প্রশ্ন : বৃহত্তম মনুষ্যসৃষ্ট হ্রদ কোনটি -

(ক) বৈকাল হ্রদ

(খ) রানা প্রতাপ সাগর

(গ) গোবিন্দ সাগর

(ঘ) উলার হ্রদ

উত্তর : (গ) গোবিন্দ সাগর


প্রশ্ন : ক্রনোমিটার কি -

(ক) গ্রীনিচ সময় নির্ণয়কারী ঘড়ি

(খ) দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র

(গ) সময় মাপক যন্ত্র

(ঘ) ঘড়ি

উত্তর : (ক) গ্রীনিচ সময় নির্ণয় কারি ঘড়ি


প্রশ্ন : ঠোঁটের কোণে ঘা কিসের অভাবে হতে পারে -

(ক) আয়োডিন

(খ) থায়ামিন

(গ) সায়ানোকোবালিন

(ঘ) রাইবোফ্লাভিন

উত্তর : (ঘ) রাইবোফ্লাভিন


প্রশ্ন : বাস্তু তন্ত্রের শক্তিকে শক্তি প্রবাহ বলা হয় কারণ -

(ক) শক্তির একমুখী রূপান্তরের জন্য

(খ) শক্তি প্রকৃতিতে বিভিন্ন দিকে রূপান্তরিত হয়

(গ) শক্তি সকল প্রকার তন্ত্রের কার্যকারী তার মূল

(ঘ) ওপরের কোনোটিই নয়

উত্তর : (ক) শক্তির একমুখী রূপান্তরের জন্য


প্রশ্ন : চরক কোন সম্রাটের রাজদরবারের চিকিৎসক ছিলেন -

(ক) কনিষ্ক

(খ) বিন্দুসার

(গ) অজাত শত্রু

(ঘ) অশোক

উত্তর : (ক) কনিষ্ক


প্রশ্ন : হাম্পির সৌদ সমূহ ভারতের কোন রাজ্যে অবস্থিত -

(ক) কর্ণাটক

(খ) মধ্যপ্রদেশ

(গ) রাজস্থান

(ঘ) আসাম

উত্তর : (খ) মধ্যপ্রদেশ


প্রশ্ন : কান্ডালা বিমানবন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত -

(ক) গুজরাট

(খ) ছত্রিশগড়

(গ) রাচি

(ঘ) মধ্যপ্রদেশ

উত্তর : (ক) গুজরাট


প্রশ্ন : ইন্দিরা গান্ধী বিমানবন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত -

(ক) মধ্যপ্রদেশ

(খ) দিল্লি

(গ) তামিলনাড়ু

(ঘ) পশ্চিমবঙ্গ

উত্তর : (খ) দিল্লি


প্রশ্ন : ১৯২৪ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস বেলগাঁও অধিবেশন হয়েছিল। এই বেলগাঁও ভারতের কোন রাজ্যে অবস্থিত -

(ক) বিহার

(খ) উত্তর প্রদেশ

(গ) মহারাষ্ট্র

(ঘ) গুজরাট

উত্তর : (ক) বিহার


প্রশ্ন : পালিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায় তা হল -

(ক) মানুষের যকৃত কষে

(খ) পতঙ্গের স্নায়ু কোষের

(গ) পতঙ্গ লার্ভার লালা গ্রন্থি থেকে

(ঘ) ওপরের কোনোটিই নয়

উত্তর : (গ) পতঙ্গ লার্ভার লালা গ্রন্থি থেকে


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close