Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 08-07-2021/ Daily Current Affairs Today Part 4
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 08-07-2021/ Daily Current Affairs Today Part 4

Current Affairs / General Knowledge in Bengali Part 4 


প্রশ্ন : ডিসলেক্সিয়া এক ধরনের -

(ক) শারীরিক রোগ

(খ) মানসিক অক্ষমতা

(গ) শিখন অক্ষমতা

(ঘ) মানসিক রোগ

উত্তর : (গ) শিখন অক্ষমতা


প্রশ্ন : কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয় -

(ক) মসৃণ কিন্তু কালো

(খ) সাদা

(গ) মসৃণ কিন্তু সাদা

(ঘ) অমসৃণ কিন্তু কালো

উত্তর : (ঘ) অমসৃণ কিন্তু কালো


প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর কাকে দেশ নায়ক আখ্যা দেন -

(ক) নেতাজি সুভাষচন্দ্র বসু কে

(খ) রাসবিহারী বসু কে

(গ) মহাত্মা গান্ধীকে

(ঘ) জহরলাল নেহেরু কে

উত্তর : (ক) নেতাজি সুভাষচন্দ্র বসুকে


প্রশ্ন : মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয় -

(ক) ডিওডেনাম

(খ) ইলিয়াম

(গ) রেকটাম

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তর : (খ) ইলিয়াম 


প্রশ্ন : নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় -

(ক) থেরিয়াম ২৩৬

(খ) নেপচুনিয়াম ২৩৯

(গ) প্লুটোনিয়াম ২৩৯

(ঘ) ইউরেনিয়াম ২৩৮

উত্তর : (ঘ) ইউরেনিয়াম ২৩৮


প্রশ্ন : টমাস রো কার আমলে ভারতে এসেছিলেন -

(ক) ঔরঙ্গজেব

(খ) জাহাঙ্গীর

(গ) শাহজাহান

(ঘ) আকবর

উত্তর : (খ) জাহাঙ্গীর


প্রশ্ন : স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন -

(ক) লর্ড মাউন্টব্যাটেন

(খ) লর্ড ওয়াভেল

(গ) চক্রবর্তী রাজা গোপালাচারী

(ঘ) সর্বপল্লী রাধাকৃষ্ণাণ

উত্তর : (গ) চক্রবর্তী রাজা গোপালাচারী


প্রশ্ন : ইংরেজি নাটকের জনক কাকে বলা হয় -

(ক) শেক্সপিয়র

(খ) গ্রেগর জোহান মেন্ডেল

(গ) ইরাটস থেনিস

(ঘ) কারোলাস লিনিয়াস

উত্তর : (ক) শেক্সপিয়র


প্রশ্ন : সালোকসংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় -

(ক) ক্রোমোপ্লাস্ট এর স্ট্রোমায়

(খ) রাইবোজোম এ

(গ) ক্লোরোপ্লাস্ট এর গ্রানায়

(ঘ) সাইটোসলে

উত্তর : (গ) ক্লোরোপ্লাস্ট এর গ্রানায়


প্রশ্ন : আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান -

(ক) বিশেষ আপেক্ষিকতা বাদ

(খ) ব্রাউনীয় গতির ব্যাখ্যা

(গ) আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ

(ঘ) সাধারণ আপেক্ষিকতাবাদ

উত্তর : (গ) আলোর তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close