LightBlog
Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 08-07-2021/ Daily Current Affairs Today Part 3
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 08-07-2021/ Daily Current Affairs Today Part 3

Current Affairs / General Knowledge in Bengali Part 3 


প্রশ্ন : ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি -

(ক) টাংস্টেন

(খ) জার্মেনিয়াম

(গ) লোহা

(ঘ) তামা

উত্তর : (ক) টাংস্টেন


প্রশ্ন : পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল -

(ক) সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে

(খ) রানা প্রতাপ সিং ও বাবর এর মধ্যে

(গ) ইব্রাহিম লোদী ও বাবর এর মধ্যে

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তর : (গ) ইব্রাহিম লোদী ও বাবর এর মধ্যে


প্রশ্ন : কাজী নজরুল ইসলাম বিমানবন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত -

(ক) মধ্যপ্রদেশ

(খ) গোয়া

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) রাচি

উত্তর : (গ) পশ্চিমবঙ্গ


প্রশ্ন : কেন্দ্রীয় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগার কোথায় অবস্থিত -

(ক) ব্যারাকপুর

(খ) জুনপুট

(গ) দুর্গাপুর

(ঘ) যাদবপুর

উত্তর : (ঘ) যাদবপুর


প্রশ্ন : নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত -

(ক) ছত্রিশগড়

(খ) পশ্চিমবঙ্গ

(গ) রাঁচি

(ঘ) গোয়া

উত্তর : (খ) পশ্চিমবঙ্গ


প্রশ্ন : সাইমন কমিশন যখন ভারতে আসেন তখন ভারতের গভর্নর ছিলেন -

(ক) লর্ড আরউইন

(খ) মন্টেগু-চেমসফোর্ড

(গ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(ঘ) লর্ড ক্যানিং

উত্তর : (ক) লর্ড আরউইন 


প্রশ্ন : দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় হয়েছিল -

(ক) প্যারিস

(খ) নিউইয়র্ক

(গ) লন্ডন

(ঘ) কাঠমান্ডু

উত্তর : (গ) লন্ডন


প্রশ্ন : ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন -

(ক) গোপালকৃষ্ণ গোখলে

(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(গ) শ্যামজি কৃষ্ণবর্মা

(ঘ) মাদাম কামা

উত্তর : (গ) শ্যামজি কৃষ্ণবর্মা


প্রশ্ন : তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে -

(ক) রেকটিফায়ার

(খ) থার্মোস্ট্যাট

(গ) ডায়নামো

(ঘ) মোটর

উত্তর : (ঘ) মোটর


প্রশ্ন : ফুটবল জগতে কাকে কালো হীরে বলা হয় -

(ক) পেলে

(খ) মারাদোনা

(গ) মেসি

(ঘ) রোনাল্ডো

উত্তর : (ক) পেলে


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close