Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 08-07-2021/ Daily Current Affairs Today Part 2
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 08-07-2021/ Daily Current Affairs Today Part 2

Current Affairs / General Knowledge in Bengali Part 2 


প্রশ্নঃ দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় -

(ক) শীতকালে 

(খ) গ্রীষ্মকালে 

(গ) বর্ষাকালে

(ঘ) শরৎকালে

উত্তরঃ (খ) গ্রীষ্মকালে 


 প্রশ্নঃ পল্লব বংশের শেষ সম্রাটের নাম হল -

(ক) অপরাজিত বর্মন

(খ) সিংহ বিষ্ণু

(গ) নরসিংহ বর্মন

(ঘ) প্রথম ভোজ

উত্তরঃ (গ) নরসিংহ বর্মন


 প্রশ্নঃ মদেন্দ্র সিং ধোনি কত খ্রিষ্টাব্দে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান -

(ক) ২০০৬ সালে

(খ) ২০০৭ সালে

(গ) ২০০৮ সালে

(ঘ) ২০০৯ সালে

উত্তরঃ (খ) ২০০৭ সালে


 প্রশ্নঃ একটি স্টিমার নদী থেকে সাগরে ঢুকলে স্টিমারটির অবস্থা কেমন হবে? -

(ক) কিছুটা বেশি ডুবে যাবে

(খ) আরোও ভেসে উঠবে

(গ) কাত হয়ে পড়বে

(ঘ) ডুবে যাবে

উত্তরঃ (খ) আরোও ভেসে উঠবে


 প্রশ্নঃ পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় -

(ক) আম্বেদকর ও নেতাজির মধ্যে

(খ) আম্বেদকর ও গান্ধীজির মধ্যে

(গ) আম্বেদকর ও জহরলাল নেহেরুর মধ্যে

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ)আম্বেদকর ও গান্ধীজির মধ্যে


 প্রশ্নঃ সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর ভারতের কোন্‌ রাজ্যে অবস্থিত -

(ক) মধ্যপ্রদেশ

(খ) গোয়া

(গ) গুজরাট

(ঘ) ছত্রিশগড়

উত্তরঃ (গ) গুজরাট


 প্রশ্নঃ কোন্‌ রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশী -

(ক) এক্স রশ্মি

(খ) আলফা রশ্মি

(গ) বিটা রশ্মি

(ঘ) গামা রশ্মি

উত্তরঃ (ঘ) গামা রশ্মি


 প্রশ্নঃ রশিদ আলি দিবস - 

(ক) ২৪ শে জানুয়ারি

(খ) ১২ ই ফেব্রুয়ারি

(গ) ২১ শে ফেব্রুয়ারি

(ঘ) ২২ শে ডিসেম্বর

উত্তরঃ (খ) ১২ ই ফেব্রুয়ারি


 প্রশ্নঃ পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা হলেন -

(ক) সমুদ্র গুপ্ত

(খ) প্রভাকর বর্মন

(গ) নরসিংহ বর্মন

(ঘ) হর্ষবর্ধন

উত্তরঃ (খ) প্রভাকর বর্মন


 প্রশ্নঃ ভারতের কোন্‌ রাজ্যে কোনো রেলপথ নেই -

(ক) ছত্রিশগড়

(খ) বিহার

(গ) সিকিম

(ঘ) মেঘালয়

উত্তরঃ (ঘ) মেঘালয়


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close