Current Affairs / General Knowledge in Bengali Part 1
প্রশ্নঃ ছত্রপতি শিবাজী বিমানবন্দর ভারতের কোন্ রাজ্যে অবস্থিত -
(ক) মুম্বাই
(খ) মধ্যপ্রদেশ
(গ) গোয়া
(ঘ) চেন্নাই
উত্তরঃ (ক) মুম্বাই
প্রশ্নঃ মহেন্দ্র সিং ধোনি তাঁর ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ কোন্ টিমের বিরুদ্ধে খেলেন -
(ক) দক্ষিণ আফ্রিকা
(খ) শ্রীলংকা
(গ) নিউজিল্যান্ড
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (গ) নিউজিল্যান্ড
প্রশ্নঃ মাটির তলায় জলের গভীরতা কত হলে টিউব ওয়েল কাজ করবে না তা হল -
(ক) ৩২ ফুট
(খ) ৩৪ ফুট
(গ) ৩৬ ফুট
(ঘ) ৩৮ ফুট
উত্তরঃ (ঘ) ৩৮ ফুট
প্রশ্নঃ অল ইন্ডিয়া "হরিজন সংঘ" - কে প্রতিষ্ঠ করেন? -
(ক) বারীন্দ্র কুমার ঘোষ
(খ) মতিলাল নেহরু
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) কৃষ্ণকুমার মিত্র
উত্তরঃ (গ) মহাত্মা গান্ধী
প্রশ্নঃ কোন্ দেশ শান্তিপূর্ন ভাবে ভারত - পাকিস্তান বিবাদ মেটাতে এগিয়ে এসেছিল ১৯৬৬ সালে? -
(ক) রাশিয়া
(খ) ব্রিটেন
(গ) জাপান
(ঘ) আমেরিকা
উত্তরঃ (ক) রাশিয়া
প্রশ্নঃ ভারতের "গোল্ডেন গার্ল" বলা হয় -
(ক) অমৃতা প্রীতম
(খ) হিমা দাস
(গ) পি ভি সিন্ধু
(ঘ) পি টি উষা
উত্তরঃ (ঘ) পি টি উষা
প্রশ্নঃ সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল -
(ক) নিউক্লিয় বিশ্লেষণ
(খ) নিউক্লিয় সংযোজন
(গ) নিউক্লিয় বিভাজন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) নিউক্লিয় সংযোজন
প্রশ্নঃ পাল বংশের শ্রেষ্ঠ সম্রাটের নাম হল -
(ক) মদন পাল
(খ) গোপাল
(গ) দেবপাল
(ঘ) ধর্মপাল
উত্তরঃ (গ) দেবপাল
প্রশ্নঃ ভারতের কোন্ রাজ্য দেবভূমি নামে পরিচিত -
(ক) বিহার
(খ) উত্তরাখন্ড
(গ) পাঞ্জাব
(ঘ) জম্মু-কাশ্মীর
উত্তরঃ (খ) উত্তরাখন্ড
প্রশ্নঃ অষ্টক সূত্রের প্রবক্তা হলেন -
(ক) চার্লস
(খ) ডোবেরিনার
(গ) মেন্ডেলিফ
(ঘ) নিউ ল্যান্ড
উত্তরঃ (ঘ) নিউ ল্যান্ড
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ