WB Class 12 Biology Model Activity Task - 1 WBCHSE দ্বাদশ শ্রেণী জীববিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১
Type Here to Get Search Results !

WB Class 12 Biology Model Activity Task - 1 WBCHSE দ্বাদশ শ্রেণী জীববিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ১

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দ্বাদশ শ্রেণি

জীববিদ্যা (Biological Sciences)


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :


১. বহুভ্রূণতা কী? কৃত্রিম জননের একটি উদাহরণ দাও।

উত্তরঃ একটি বীজে যখন একাধিক ভ্রূন উৎপন্ন হয় তখন তাকে বহুভ্রূণতা বলে।

কৃত্রিম জননের একটি উদাহরণ হল - জোড়কলম।


২. আইসোগ্যামী ও অ্যানাইসোগ্যামীর মধ্যে পার্থক্য লেখো। অচলরেণু কী?

উত্তরঃ আইসোগ্যামী ও অ্যানাইসোগ্যামীর মধ্যে প্রধান পার্থক্য গুলি হল -

প্রথমত, আইসোগ্যামীর পুং ও স্ত্রী জনন কোশ আকৃতি ও প্রকৃতিগত ভাবে একই ধরনের হয় ; আর অ্যানাইসোগ্যামীর পুং ও স্ত্রী জনন কোশ আকৃতিগত ভাবে একই হলেও পুং জনন কোশ ছোটো এবং স্ত্রী জনন কোশ আয়তনে বড়ো হয়।

দ্বিতীয়ত, আইসোগ্যামীর উভয়ই গ্যামেটেই জনন কোশাধারে সমান সংখ্যাক উৎপন্ন হয় ; তবে অ্যানাইসোগ্যামীর মাইক্রোগ্যামেট বা পুং গ্যামেটের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয়।

তৃতীয়ত, আইসোগ্যামীর সবচেয়ে অনুন্নত যৌন জনন দেখা যায় ; কিন্তু অ্যানাইসোগ্যামীর যৌন জনন আইসোগ্যামীর তুলনায় উন্নত হয়।


৩. প্লাসেন্টার দুটি কাজ লেখো। ভ্রুণ কোন দশায় জরায়ুর গাত্রে রোপিত হয়?

উত্তরঃ প্লাসেন্টার প্রধানদুটি কাজ হল -

(ক) খাদ্যবস্তু, অক্সিজেন, হরোমন ইত্যাদি মাতৃরক্ত থেকে ভ্রূনরক্তে পরিবহণ করা এবং ভ্রূনের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে আপসারিত করা।

(খ) গর্ভাবস্থায় অন্তঃক্ষরা গ্রন্থিরূপে প্লাসেন্টা কয়েকটি গুরুত্বপুর্ণ স্টেরয়েড ও প্রোটিনধর্মী হরমোন ক্ষরন করে, যেগুলি গর্ভাবস্থায় স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে এবং মা ও ভ্রূণ উভয়ের দেহে নানাবিধ বিপাকীয় কাজ সম্পন্ন করে।


৪. সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলগুলি উদাহরণসহ সংক্ষেপে বর্ণনা করো। অপুংজনি কী?

উত্তরঃ 

ডাইক্লিনি ঃ এক্ষেত্রে পুংকেশর ও গর্ভকেশর ভিন্ন ভিন্ন ফুলে অবস্থান করে। উদাহরন - পটল।

ডাইকোগ্যামী ঃ কখনো কখনো উভয়লিঙ্গ ফুলে পুং ও স্ত্রী স্তবক একই সময়ে পরিনত হয় না। তাকে ডাইকোগ্যামী বা বিষম পরিনতি বলে। যেমন - জবা, চাঁপা ইত্যাদি।


অপুংজনি ঃ অনিষিক্ত ডিম্বানু থেকে সরাসরি অপত্য জীবের সৃষ্টি হওয়াকে অপুংজনি বলে।


৫. চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। অ্যাক্রোজোম বিক্রিয়া বলতে কী বোঝো?

উত্তরঃ 



(ক) শ্বেত আবরক ঃ এটি শুক্রাশয়ের মধ্যয়াবরক এবং সুদৃঢ় শ্বেততন্তু দিয়ে গঠিত। এই আবরক থেকে কিন্তু পটি বা ট্রাবিকিউলি নীচের দিকে বিস্তৃত হয়ে শুক্রাশয়কে প্রায় ১০০টি প্রকোষ্ঠে বা উপখণ্ডকে ভাগ করেছে। এই প্রকোষ্ঠগুলি শুক্রোৎপাদন নালিকা দিয়ে পূর্ণ থাকে।

(খ) সাটোলি কোশঃ সেমিনিফেরাস নালির প্রাচীরে অবস্থিত বৃহদাকার কোশগুলিকে সারটোলি কোশ বলে। এই কোশগুলি শুক্রাণুকে পুষ্টি জোগায় বলে এদের পোষক কোশ বলে। এই কোশের নিউক্লিয়াস ডিম্বাকার ও ১০ মাইক্রণ ব্যাসসম্পন্ন হয়। এই কোশের শীর্ষদেশে অপরিণত শুক্রাণুর মস্তক প্রোথিত থাকে। এই কোশ থেকে শুক্রাণুর নির্গমনকে স্পার্মিয়েশন বা শুক্রাণু অপসারণ বলে।

(গ) লেডিগের আন্তরকোশ ঃ শুক্রাশয়ের প্রকোষ্ঠগুলিতে দুটি শুক্রউৎপাদক নালিকার মধ্যবর্তী স্থানে ধাত্র বা স্ট্রোমা নামক যোগকলা অবস্থান করে। এই যোগকলার অসংখ্য বৃহদাকার বহুতলীয় কোশ সমাবেশ দেখা যায়। এদের লেডিগের আন্তরকোশ বলে। কোশগুলি ১৫ থেকে ২০ মাইক্রণ ব্যাসসম্পন্ন হয়। কোশের সাইটোপ্লাজমে গোলাকার স্নেহদানার প্রাচুর্য লক্ষ করা যায়। লেডিগের আন্তরকোশ থেকে টেস্টোস্টেরন নামক হরমোন নিঃসৃত হয়।


অ্যাক্রোজোম বিক্রিয়া ঃ ক্যাপাসিটেশনের সময় অ্যাক্রোজোমের পর্দা শুক্রানুর প্লাজমা পর্দার সঙ্গে যুক্ত হয়ে যায়। এর ফলে অল্প পরিমান অ্যাক্রজোমের উৎসেচক বেরিয়ে আসে। এর মধ্যে হায়ালুরোনিডেজ করোনা রেডিয়েটার গ্র্যানুলোসা কোশসমূহের আন্তঃকোশীয় ধাত্রকে গলিয়ে দেয় ফলে অ্যাক্রোজোসসহ নিউক্লিয়াস স্তরে নির্দিষ্ট শুক্রাণু গ্রাহক বা ZP3 থাকে। ইনেকগুলি শুক্রাণু জোনা পেলুসিডার গায়ে আটকায়। একটি শুক্রাণু অ্যাক্রোজোমের পর্দায় অবস্থিত প্রোটওলাইটিক উৎসেচক অ্যাক্রোসিন এর সাহায্যে জোনা পেলুসিডার মধ্যে একটি পথ তৈরি করে। এরপর পেরিভাইটে লাইন স্পোস এবং ডিম্বানু প্লাজনা পর্দা অতিক্রম করে শুক্রানুর নিউক্লিয়াস ডিম্বানুর সাইটোপ্লাজমে প্রবেশ করে।

 

Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close