Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 07-07-2021/ Daily Current Affairs Today Part 7
Type Here to Get Search Results !

Current Affairs / General Knowledge in Bengali / সম্প্রীতিক ঘটনা/ সাধারণ জ্ঞান / 07-07-2021/ Daily Current Affairs Today Part 7

Current Affairs / General Knowledge in Bengali Part 7 


প্রশ্নঃ হাইড্রা কোন্‌ শ্রেণী বা পর্বের অন্তর্গত -

(ক) ম্যামোলিয়া

(খ) অ্যানিলিডা

(গ) নিডেরিয়া

(ঘ) অর্থোপোডা

উত্তরঃ (গ) নিডেরিয়া


 প্রশ্নঃ ভারতের সংবিধানের অবশিষ্ট ক্ষমতা কোন্‌ দেশের সংবিধান অনুকরনে রচিত -

(ক) আয়ারল্যান্ড

(খ) কানাডা

(গ) ফ্রান্স

(ঘ) রাশিয়া

উত্তরঃ (খ) কানাডা


 প্রশ্নঃ মাটিতে নাইট্রোজেন ধরে রাখতে সাহায্য করে এমন একটি ব্যাকটেরিয়া হলো -

(ক) ভলভক্স

(খ) রাইজবিয়াম

(গ) ফাজ

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) রাইজবিয়াম


 প্রশ্নঃ সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? -

(ক) উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশ

(খ) গুজরাট ও মহারাষ্ট্র

(গ) পাঞ্জাব ও হরিয়ানায়

(ঘ) বাংলা ও বিহারে

উত্তরঃ (গ) পাঞ্জাব ও হরিয়ানায়


 প্রশ্নঃ লালন ফকির কত বছর পর্যন্ত বেঁচে ছিলেন? -

(ক) ৯৪ বছর

(খ) ১০০ বছর

(গ) ১০৬ বছর

(ঘ) ১১৬ বছর

উত্তরঃ (ঘ) ১১৬ বছর


 প্রশ্নঃ বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমান কত? -

(ক) ১২.১০%

(খ) ২০.০৬%

(গ) ২৪.৯৪%

(ঘ) ৭৪.৬৭%

উত্তরঃ (খ) ২০.০৬%


 প্রশ্নঃ CBI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? -

(ক) কলকাতা

(খ) নিউ দিল্লী

(গ) মুম্বাই

(ঘ) হাইদ্রাবাদ

উত্তরঃ (খ) নিউ দিল্লী


 প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা মন্ত্রী হলেন -

(ক) মদন মিত্র

(খ) পার্থ চ্যাটার্জী

(গ) ব্রাত্য বসু

(ঘ) উপরের কেউ নন

উত্তরঃ (গ) ব্রাত্য বসু


 প্রশ্নঃ আলোকবর্ষ কিসের একক? -

(ক) আলোর তীব্রতা

(খ) দুরত্ব

(গ) সময়

(ঘ) ভর

উত্তরঃ (খ) দুরত্ব


 প্রশ্নঃ পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? -

(ক) ১৫২৬ সালে

(খ) ১৫২৭ সালে

(গ) ১৫২৮ সালে

(ঘ) ১৫২৯ সালে

উত্তরঃ (ক) ১৫২৬ সালে


আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close