Current Affairs / General Knowledge in Bengali Part 6
প্রশ্নঃ রাজ্যের নিয়ম তান্ত্রিক প্রধান কে? -
(ক) রাজ্যপাল
(খ) মুখ্যমন্ত্রী
(গ) উপরাষ্ট্রপতি
(ঘ) লোকসভায় স্পিকার
উত্তরঃ (ক) রাজ্যপাল
প্রশ্নঃ পৃথিবীর সবথেকে বেশি আগ্নেয়গিরি কোন্ দেশে আছে? -
(ক) আমেরিকা
(খ) ইটালি
(গ) জাপান
(ঘ) ইন্দোনেশিয়া
উত্তরঃ (ঘ) ইন্দোনেশিয়া
প্রশ্নঃ জীবের পুষ্টির জন্য যে মৌলটি সর্বাধিক প্রয়োজন হয় তা কোন্টি? -
(ক) ফসফরাস
(খ) নাইট্রোজেন
(গ) হাইড্রোজেন
(ঘ) কার্বন
উত্তরঃ (খ) নাইট্রোজেন
প্রশ্নঃ "মৌসিন" শব্দটি কোন্ শব্দ? -
(ক) ফার্সি
(খ) গুজরাতি
(গ) আরবি
(ঘ) পর্তুগিজ
উত্তরঃ (গ) আরবি
প্রশ্নঃ ঠোঁটেরর কোণে ঘা কিসের অভাবে হয়? -
(ক) আয়োডিন
(খ) থায়ামিন
(গ) রাইবোফ্লাভিন
(ঘ) সায়ানোকোবালিন
উত্তরঃ (গ) রাইবোফ্লাভিন
প্রশ্নঃ শিলং মালভূমি "মেঘালয় নামে পরিচিত। কোন্ ব্যাক্তি এই আমকরণ করেছিলেন? -
(ক) আর এল সিং
(খ) ডি এন ওয়াদিয়া
(গ) এস পি চ্যাটার্জী
(ঘ) ও এইচ কে স্পেট
উত্তরঃ (গ) এস পি চ্যাটার্জী
প্রশ্নঃ ভারতীয় টাকার প্রতীক তৈরি করেছেন কে? -
(ক) শিবেন্দ্র যাদব
(খ) উদয় কাপুর
(গ) গীতা গোপীনাথ
(ঘ) উদয় কুমার
উত্তরঃ (ঘ) উদয় কুমার
প্রশ্নঃ "সিটি অব জয়" উপন্যাসটি কে লিখেছেন? -
(ক) জেভিয়ার মোরো
(খ) ল্যারি কলিন্স
(গ) রোল্যান্ড জফ
(ঘ) ডোমিনিক লাপিয়েরে
উত্তরঃ (ঘ) ডোমিনিক লাপিয়েরে
প্রশ্নঃ ক্লোরেল্লা হল এক প্রকার -
(ক) শৈবাল
(খ) ছত্রাক
(গ) মিথোজীবী
(ঘ) পরজীবী
উত্তরঃ (ক) শৈবাল
প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? -
(ক) ২ বছর
(খ) ৪ বছর
(গ) ৫ বছর
(ঘ) ৬ বছর
উত্তরঃ (ঘ) ৬ বছর
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ