মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
প্রথম শ্রেণি
বর্ণ, অক্ষর ও সংখ্যা চেনো
(ক) নীচের ছবিগুলির মধ্যে থেকে বর্ণ/অক্ষর/সংখ্যা খুঁজে বের করো।
১। নীচের কোন্ ছবিটির মধ্যে 'ক' বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নীচে ✔ চিহ্ন দাও।
উত্তরঃ
২। নীচের কোন্ ছবিটির মধ্যে 'A' বর্ণটি লুকিয়ে আছে তা খুঁজে বের করে তার নীচে ✔ চিহ্ন দাও।
উত্তরঃ
৩। এসো আঁকতে শিখি
একটা হাঁসের ছানা,
নীচেরন ০ থেকে ৯ পর্যন্ত কোন্ গাণিতিক সংখ্যাটি নীচের 'রাজহাঁসের ছানা' এই ছবিটি তৈরি করা সম্ভব, তার নীচে ✓ চিহ্ন দাও এবং ছবিতে রং করো।
উত্তরঃ
৪। একটা পাখি এবার উঠবে কি গান গেয়ে?
নীচের ০ থেকে পর্যন্ত কোন্ গাণিতিক সংখ্যাটি দিয়ে নীচের 'পাখি' এই ছবিটি তৈরি করা সম্ভব, তার নীচে ✓ চিহ্ন দাও এবং ছবিতে রং করো।
উত্তরঃ
খ। বামদিকের স্তম্ভের সঙ্গে ডানদিকের স্তম্ভ মেলাও এবং মাঝের ছড়ার শূণ্যস্থান পূরণ করো :
উত্তরঃ
Other Model Activity Task : Model Activity Task 2022
বর্ণ অখ্কর ও সংখ্যা চেনো
উত্তরমুছুন