Current Affairs / General Knowledge in Bengali Part 3
প্রশ্ন : নীচের কোনটি একটি দ্বিতীয় শ্রেণীর খাদক -
হরিণ
মানুষ
বাজপাখি
ব্যাঙ
উত্তর : হরিণ
প্রশ্ন : নিচে এনাদের মধ্যে কে একজন আদর্শ চরমপন্থী নেতা -
গোপালকৃষ্ণ গোখলে
বিপিনচন্দ্র পাল
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ফিরোজ শাহ মেহতা
উত্তর : বিপিনচন্দ্র পাল
প্রশ্ন : মোহরানা রাজা প্রতাপ এর ঘোড়ার নাম ছিল -
বাদল
হাইগ্রিব
বুলবুল
চেতক
উত্তর : চেতক
প্রশ্ন : ঘর্ঘরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল -
১৫২৭ খ্রিস্টাব্দে
১৫২৯ খ্রিস্টাব্দে
১৫৩১ খ্রিস্টাব্দে
১৫৩৩ খ্রিস্টাব্দে
উত্তর : ১৫২৯ খ্রিস্টাব্দে
প্রশ্ন : আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল -
টোডোরমল
বীরবল
মানসিং
উপরের কেউই নয়
উত্তর : টোডোরমল
প্রশ্ন : এস্কমোরা কোথাকার আদি বাসিন্দা -
নিউজিল্যান্ড
ফিনল্যান্ড
মালয়েশিয়া
আলাস্কা
উত্তর : আলাস্কা
প্রশ্ন : ভারতের বৃহত্তম তৈল শোধনাগার এর নাম কি -
ডিগবয়
হলদিয়া
নুনমাটি
জামনগর
উত্তর : জামনগরে
প্রশ্ন : প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন -
মহাশ্বেতা দেবী
আশাপূর্ণা দেবী
সরোজিনী নাইডু
অমৃতা প্রীতম
উত্তর : আশাপূর্ণা দেবী
প্রশ্ন : কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় -
এন্টোমলজি
মাইকোলজি
হার পেট্রোলজি
কিটলজি
উত্তর : এন্টোমলজি
প্রশ্ন : ওজোন স্তরের গর্ত হওয়ার জন্য দায়ী গ্যাসটি হল -
অক্সিজেন
হাইড্রোজেন
কার্বন ডাই অক্সাইড
ক্লোরোফ্লোরো কার্বন
উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন
আজকের সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ